মার্কিন সরকারের দক্ষতা বিভাগের অংশ হিসেবে তাঁর অব্যাহতির ঘোষণা করলেন ইলন মাস্ক। বিশেষ সরকারি কর্মচারী হিসেবে তাঁর সময় শেষ হওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন বিলিয়নিয়ার টেসলার সিইও ইলন মাস্ক। বুধবার এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি একথা ঘোষণা করেন।
ইলন মাস্ক X-এ পোস্টে লিখেছেন, ‘একজন বিশেষ সরকারি কর্মচারী হিসেবে আমার নির্ধারিত সময় শেষ হওয়ার সাথে সাথে, অপচয় কমানোর সুযোগের জন্য আমি রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানাতে চাই। DOGE মিশন সময়ের সাথে সাথে আরও শক্তিশালী হবে কারণ এটি সরকারের জীবনের একটি অংশ হয়ে উঠবে।’
এই ঘটনা ঘিরে নাম প্রকাশে অনিচ্ছুক হোয়াইট হাউসের একজন কর্মকর্তা বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে নিশ্চিত করেছেন যে ইলন মাস্ক পদ ছেড়ে চলে যাচ্ছেন। তিনি বলেন,’ এলন মাস্ক প্রশাসন ছেড়ে যাচ্ছেন তা সঠিক এবং আজ রাত থেকেই তার পদত্যাগ শুরু হবে।’ট্রাম্প প্রশাসনে একজন বিশেষ সরকারি কর্মচারী হিসেবে এলন মাস্কের ১৩০ দিনের মেয়াদ ৩০ মে নাগাদ শেষ হওয়ার কথা ছিল। প্রশাসন জানিয়েছে যে ফেডারেল সরকার পুনর্গঠন এবং সংকুচিত করার জন্য DOGE-এর প্রচেষ্টা অব্যাহত থাকবে।
ট্রাম্পের কর বিল সম্পর্কে এলন মাস্ক কী বলেছেন?
প্রশ্ন উঠছে ট্রাম্পের সঙ্গে মতান্তরই কি টেসলা প্রধান মাস্কের এই অব্যাহতির প্রধান কারণ? সদ্য আমেরিকায় জনকল্যাণমূলক কাজে ও সার্বিক সংস্কারের লক্ষ্যে একটি বিলে স্বাক্ষর করেন ট্রাম্প। যে বিলকে ট্রাম্প ‘বিগ বিউটিফুল বিল’ (বড় ও সুন্দর বিল) বলে অভিহিত করেন। সেই বিল নিয়ে সমালোচনার সুর শোনা গিয়েছিল মাস্কের তরফে। মাস্ক, প্রকাশ্যে তার সমালোচনা করে বিলটি পুনরায় বিবেচনা করার কথা বলেন। হোয়াইট হাউসের বহু কর্মীর দাবি ছিল যে ট্রাম্প এই বিলে সই করার ফলে মার্কিন রাজকোষে বহু টাকা বাঁচবে। এদিকে, মাস্কের দাবি ছিল এই বিলের ফলে রাজকোষে ঘাটতি বাড়বে। সেই মাতন্তর থেকেই কি মাস্ক সরে গেলেন পদ ছেড়ে? প্রশ্ন থেকেই যাচ্ছে।

মাস্ক যখন তাঁর সরকারি কাজ থেকে সরে এসে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলা এবং রকেট প্রস্তুতকারক স্পেসএক্সের মতো কোম্পানিগুলিতে নিজেকে পুনরায় উৎসর্গ করেছেন, তখন তাঁর তরফে এই সমালোচনা উঠে আসে। তিনি আরও বলেছেন যে তিনি তার রাজনৈতিক ব্যয় কমিয়ে আনবেন, কারণ ‘আমি মনে করি আমি যথেষ্ট করেছি।’