US সফরের জন্য ‘ট্রাম্প আমন্ত্রণ জানিয়েছিলেন! আমি বলি মহাপ্রভুর ভূমিতে আমার যাওয়া.…’

Spread the love

সদ্য ইজরায়েল ও ইরানের সংঘাতের মাঝে পাকিস্তানের সেনা প্রধান জেনারেল আসিফ মুনিরের সঙ্গে মধ্যাহ্নভোজে বসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন মুলুকে, এই মধ্যাহ্নভোজে যোগ দিতে ছোটেন পাকিস্তানি সেনাপ্রধান। ইরানের সঙ্গে সীমান্ত ভাগ করে নেওয়া দেশ পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে ঠিক ইজরায়েল-ইরান সংঘাতের মাঝে ট্রাম্পের এই বৈঠক যেমন তাৎপর্যপূর্ণ, তেমনই পহেলগাঁওতে জঙ্গি হামলার পর ভারতের অপারেশ সিঁদুরের পর এই বৈঠকও বেশ তাৎপর্যপূর্ণ। এই প্রেক্ষাপটে এদিন ওড়িশার মাটিতে দাঁড়িয়ে মোদী জানালেন, তাঁর কানাডা সফরের পর ট্রাম্প তাঁকে মার্কিন মুলুকে সফর করার আমন্ত্রণ জানালেও তিনি তা বিনম্রতার সঙ্গে প্রত্যাখ্যান করেন।

ভুবনেশ্বরে এক অনুষ্ঠানে যোগ দিয়ে নরেন্দ্র মোদী বলেন,’ দুই দিন আগেই আমি কানাডায় ছিলাম, জি৭ সামিট উপলক্ষ্যে। আর আমেরিকার প্রেসিডেন্ট আমায় আমন্ত্রণ করেন। তিনি বলেন, আপনি তো কানাডা এসেইছেন, তো ওয়াশিংটন হয়েই যান। আমরা একসঙ্গে নৈশভোজ করব, কথা বলব, খুব আগ্রহ সহকারে নিমন্ত্রণ করেন।’ এরইসঙ্গে মোদী বলেন,’ কিন্তু আমি মার্কিন প্রেসিডেন্টকে বলি, আপনার আমন্ত্রণের জন্য ধন্যবাদ। আমার কাছে মহাপ্রভুর ভূমিতে যাওয়া বেশি জরুরি। ওঁর নিমন্ত্রণকে নম্রতা পূর্ণভাবে মানা করেছি।’ এরই সঙ্গে ওই জনসভার মঞ্চ থেকে মোদী বলেন,’আপনাদের ভালোবাসা আর মহাপ্রভুর প্রতি ভক্তি আমাকে এখানে টেনে নিয়ে এল।’

উল্লেখ্য, সদ্য জি ৭ এর সম্মেলনে বিশেষভাবে আমন্ত্রিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সম্মেলন হয় কানাডায়। সেদেশের প্রধানমন্ত্রী কার্নি নিজে মোদীকে আমন্ত্রণ জানিয়েছিলেন। জুন মাসের মাঝামাঝি তিনি কানাডায় যাওয়ার পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা হয় ভারতের প্রধানমন্ত্রীর। সেই সময়ই ভারত-পাক ইস্যু নিয়ে ফোনে ট্রাম্পকে মোদী সাফ জানান, ‘মধ্যস্থতা কখনওই গ্রহণ করা হয়নি, কখনওই করবে না’ ভারত। উল্লেখ্য, এর আগে, পহেলগাঁওতে জঙ্গি হামলার পর ভারতের ‘অপারেশন সিঁদুর’এর সময় ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত বিরতি নিয়ে বহু সময় ট্রাম্প নিজের অবস্থান নিয়ে নানান দাবি করেছেন। সেই প্রেক্ষাপটে সদ্য ওড়িশার মাটিতে মোদীর বার্তা বেশ প্রাসঙ্গিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *