US Law Makers Shot at। ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হামলা’

Spread the love

মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেসোটা প্রদেশে স্থানীয় সময় শনিবার ভোরে বন্দুকধারীর গুলিতে একজন নারী আইনপ্রণেতা ও তাঁর স্বামী নিহত হয়েছেন। একই বন্দুকধারীর হামলায় আরও একজন আইনপ্রণেতা ও তাঁর স্ত্রী গুরুতর ভাবে জখম হয়েছেন বলে জানা গিয়েছে। এই হামলাটিকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ আখ্যা দিয়েছেন মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ।

জানা গিয়েছে, এই হামলায় নিহত আইনপ্রণেতার নাম মেলিসা হর্টম্যান। তিনি ডেমোক্র্যাট ছিলেন। তিনি মিনেসোটার প্রাক্তন স্পিকার ছিলেন। বর্তমানে তিনি মিনেসোটার স্টেট রিপ্রেজেন্টেটিভ (ডেমোক্র্যাট – ব্রুকলিন পার্ক) ছিলেন। হামলায় মৃত্যু হয়েছে তাঁর স্বামী মার্ক। জানা গিয়েছে, নিজেদের বাড়িতেই হামলার শিকার হন মেলিসা এবং মার্ক। হামলাকারী পুলিশের পোশাকে এসে এই হামলা চালিয়েছিল বলে তদন্তে উঠে এসেছে।

এদিকে নিজেদের বাড়িতে একই ধরনের হামলায় গুরুতরভাবে জখম হয়েছেন সেনেটর জন হফম্যান (ডেমোক্র্যাট – চ্যাম্পলিন) ও তাঁর স্ত্রী ইভেট। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। অস্ত্রোপচার হয়েছে। এই হামলার সময় হফম্যানের কুকুরের ওপরও গুলি চালানো হয়েছিল বলে জানা যায়। পরে মিনেসোটার গভর্নর জানিয়েছেন, তিনি আশাবাদী যে হফম্যান দম্পতিকে বাঁচানো সম্ভব হতে পারে।এদিকে দুই হামলার পরে অভিযুক্ত বন্দুকবাজ পালিয়ে যায়। পুলিশ জানায়, সন্দেহভাজন বন্দুককারী প্রথমে হফম্যান দম্পতিকে গুলি করে। সেই ঘটনার প্রায় দেড় ঘণ্টা পরে হর্টম্যান দম্পতির বাড়িতেও একই ঘটনা ঘটানো হয়। অভিযুক্তকে ধরতে বড় অভিযান শুরু করেছে পুলিশ। এই হামলা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘মিনেসোটার ভয়াবহ গুলির ঘটনা সম্পর্কে আমাকে জানানো হয়েছে। মনে হয়, আইনপ্রণেতাদের উদ্দেশ্যমূলকভাবে নিশানা করা হচ্ছে।’

পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন শ্বেতাঙ্গ পুরুষ, বাদামী চুল, নীল শার্ট এবং নীল প্যান্টের উপর কালো বডি আর্মার পরে আছে। আইন প্রয়োগকারী হিসাবে ভুয়ো পরিচয়ে সে এই দুই হামলা চালিয়েছে। অভিযুক্ত ব্যক্তির আসল নাম ভান্স বোয়েল্টার। পুলিশ সেই অভিযুক্তের ছবি প্রকাশ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *