US Tariff War Latest Update।  ‘… অবিলম্বে সব আলোচনা বন্ধ করছি’

Spread the love

বিগত দিনে ব্রিটেনের সঙ্গে বাণিজ্য চুক্তি হয়েছে আমেরিকার। চিনের সঙ্গেও তাদের সমঝোতা হয়েছে। আবার ভারতের সঙ্গে ‘বড় চুক্তি’ হতে চলেছে বলে ইতিমধ্যেই ঢাক পেটাতে শুরু করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প(Donald Trump)। তবে এরই মাঝে এবার পড়শি দেশ কানাডার বিরুদ্ধে ফের একবার শুল্ক যুদ্ধ ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট। 

ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট পোস্ট করেছেন, ‘আমাদের জানানো হয়েছে যে কানাডার সাথে বাণিজ্য আলোচনা বন্ধ করা হয়েছে। তারা বছরের পর বছর ধরে আমাদের কৃষকদের দুগ্ধজাত পণ্যের উপর ৪০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করে আসছে। তারা ঘোষণা করেছে যে তারা আমাদের আমেরিকান প্রযুক্তি কোম্পানিগুলির উপর ডিজিটাল পরিষেবা কর আরোপ করছে, যা আমাদের দেশের উপর সরাসরি আক্রমণ।’

এরপর ট্রাম্প আরও লেখেন, ‘কানাডা স্পষ্টতই ইউরোপীয় ইউনিয়নকে অনুকরণ করছে। তারা এই একই কাজ করেছে এবং বর্তমানে তারা আমাদের সাথে আলোচনাও চালাচ্ছে। তবে এই গুরুতর করের ভিত্তিতে আমরা কানাডার সাথে বাণিজ্য সম্পর্কিত সমস্ত আলোচনা অবিলম্বে বন্ধ করছি। আমরা আগামী সাত দিনের মধ্যে কানাডাকে জানাব যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ব্যবসা করার জন্য কত শতাংশ শুল্ক দিতে হবে তাদের।’ 

অবৈধ অভিবাসন ও ফেন্টানিল পাচার নিয়ে ট্রাম্পের উদ্বেগের কারণে ওয়াশিংটন কানাডা থেকে জ্বালানি আমদানিতে ১০ শতাংশ এবং অন্যান্য বেশ কিছু পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করার ঘোষণা করেছিল। ট্রাম্পের শুল্ক কার্যকর হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই মার্কিন প্রসাধনী, যন্ত্রপাতি, টায়ার, ফল এবং ওয়াইন সহ ৩০ বিলিয়ন কানাডিয়ান ডলার মূল্যের মার্কিন আমদানিতে তাৎক্ষণিক ভাবে ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিল কানাডা সরকার। এরপর প্রধানমন্ত্রী বদলেছে কানাডায়। আলোচনার টেবিলে বসেছিল দুই দেশই। তবে ফের একবার আলোচনার টেবিল ছেড়ে যুযুধান দুই প্রতিবেশী। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *