হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সোমবার (মার্কিন স্থানীয় সময়) একটি প্রেস ব্রিফিংয়ে ভারত-মার্কিন সম্পর্ক নিয়ে বড় মন্তব্য করলেন। ভারতকে তিনি ইন্দো-প্যাসিফিক অঞ্চলে আমেরিকার ‘কৌশলগত সহযোগী’ হিসাবে বর্ণনা করেছেন। তিনি আরও যোগ করেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ‘খুব ভালো সম্পর্ক’ মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের। পাশাপাশি তিনি এও উল্লেখ করেছেন যে বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার খুব কাছাকাছি দুই দেশ।
ক্যারোলিন বলেন, ‘হ্যাঁ, প্রেসিডেন্ট গত সপ্তাহে এই নিয়ে বলেছেন (যুক্তরাষ্ট্র ও ভারত একটি বাণিজ্য চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছে) এবং এটাই সত্য। আমি আমাদের বাণিজ্য সচিবের সাথে এ বিষয়ে কথা বলেছি। প্রেসিডেন্টের সঙ্গে ওভাল অফিসে ছিলেন তিনি। তাঁরা এই চুক্তিগুলি চূড়ান্ত করছে এবং আপনি খুব শীঘ্রই রাষ্ট্রপতি এবং তাঁর বাণিজ্য দলের কাছ থেকে এই বিষয়ে জানতে পাবেন।’এরপর ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চিনের ভূমিকা সম্পর্কিত এক প্রশ্নের জবাবে হোয়াইট হাউজের প্রেস সচিব লেভিট বলেন, ‘এশিয়া প্যাসিফিক অঞ্চলে ভারত আমাদের কৌশলগত সহযোগী এবং প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের সম্পর্ক খুব ভালো। এবং এই ভালো সম্পর্ত তিনি অব্যাহত রাখবেন।’উল্লেখ্য, বিগত দিনে ভারত-পাক সংঘর্ষের আবহে ডোনাল্ড ট্রাম্প বারংবার দাবি করেছিলেন যে তিনি সংঘর্ষবিরতির ক্ষেত্রে মধ্যস্থতা করেছিলেন। যদিও বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দাবি উড়িয়ে দিয়েছেন। এহেন পরিস্থিতিতে মোদী-ট্রাম্প সম্পর্ক নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। পরে জি৭ সম্মেলনের সময় ফোনে ট্রাম্পকে মোদী সরাসরি এই বিষয় নিয়ে কথা শুনিয়েছিলেন।

এই সবের মাঝেই ত ১৮ জুন জানানো হয়েছিল যে কোয়াড শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতে আসবেন প্রেসিডেন্ট ট্রাম্প। নরেন্দ্র মোদী তাঁকে আমন্ত্রণ জানিয়েছিলেন নয়াদিল্লিতে। উল্লেখ্য, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বর্তমানে কোয়াডের বিদেশমন্ত্রীদের বৈঠকে অংশ নিতে মার্কিন যুক্তরাষ্ট্র সফর করছেন।