Vinesh Phogat। তিন দিন পিছিয়ে গেল ভিনেশের মামলার রায়দান

Spread the love

ভারতীয় মহিলা কুস্তিগীর ভিনেশ ফোগটের ভাগ্য শনিবারেও নির্ধারিত হল না। ভিনেশ মামলার রায়দান পিছিয়ে গেল ৭২ ঘণ্টা। ২০২৪ প্যারিস অলিম্পিক্সে ৫০ কেজি ফ্রিস্টাইলে স্বর্ণপদক ম্যাচের ঠিক আগে নির্ধারিত ওজন সীমার চেয়ে ১০০ গ্রাম বেশি হওয়ার কারণে ভিনেশকে অযোগ্য ঘোষণা করা হয়েছিল। এই সিদ্ধান্তের পরে ভারতীয় অলিম্পিক্স অ্যাসোসিয়েশন তীব্র আপত্তি জানিয়েছিল। ভিনেশও খুব হতাশ হয়েছিল। ভিনেশ ফোগট এই সিদ্ধান্তের বিরুদ্ধে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস (সিএসএ) বা আন্তর্জাতিক ক্রীড়া আদালতের দ্বারস্থ হয়ে আবেদন করেছিলেন যে, তাঁকে অন্তত একটি রুপোর পদক দেওয়া উচিত।

যে মামলার রায় এখনও বের হল না। পিছিয়ে গেল আরও তিন দিন। শনিবার জানা গিয়েছে, এই মামলার শুনানি হবে ১৩ অগস্ট। এএনআই অনুসারে, ২০২৪ সালের ১১ অগস্ট সিএএস-এর পক্ষে ডঃ অ্যানাবেল বেনেট সময় সন্ধ্যে ৬টা পর্যন্ত সময় দিয়েছে আরও প্রমাণ জমা দেওয়া জন্য। ভিনেশ ফোগট বনাম ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং এবং আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটির মামলার আরও কিছু বিষয় খতিয়ে দেখা হচ্ছে। যে কারণে পিছিয়ে গিয়েছে ভিনেশের মামলার রায়দান। সিএএস-এর তরফে উভয় পক্ষকে অতিরিক্ত কিছু নথি বা প্রমাণ জমা দিতে বলা হয়েছে। এবং ১১ অগস্ট সন্ধ্যে ৬টার মধ্যে কয়েকটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্যও অনুরোধ করেছে। এই সবের উপরেই ভিত্তি করে ১৩ অগস্ট চূড়ান্ত রায় দেওয়া হবে বলে খবর।

সাধারণত, রায় দেওয়ার জন্য অ্যাড-হক প্যানেলকে ২৪ ঘণ্টার সময়সীমা দেওয়া হয়। যাইহোক, এই বিশেষ ক্ষেত্রে, এই প্যানেল দ্বিতীয় বার এক্সটেনশন চেয়েছে। ভিনেশের পক্ষে রায় কি আদৌ যাবে?

ভিনেশের প্রতিপক্ষ ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং এবং আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটি। তারাও নিজেদের বক্তব্য রেখেছে। ভিনেশের আইনজীবীরা জানিয়েছেন, শরীরের স্বাভাবিক ক্রিয়ায় ওজন বেড়েছে। প্রত্যেক খেলোয়াড় নিজের শরীরের খেয়াল রাখেন। প্রতিযোগিতার প্রথম দিন ভিনেশের ওজন ৫০ কেজির নীচেই ছিল। পরে ওজন বাড়ে। এটা স্বাভাবিক পদ্ধতি। এর মধ্যে কোনও অনিয়ম নেই। আইওএ জানিয়েওছে যে, তারা বিষয়টির একটি ইতিবাচক সমাধানের জন্য আশাবাদী।

শুক্রবার তিন ঘণ্টা ধরে ভিনেশের মামলা শোনেন অ্যানাবেল বেনেট। সেখানে ভিনেশের হয়ে লড়েন ফ্রান্সের চার জন আইনজীবী। তা ছাড়া ভারতীয় অলিম্পিক্স সংস্থার হয়ে হরিশ সালভে ও বিদুষ্পত সিঙ্ঘানিয়া ভার্চুয়াল মাধ্যমে যোগ দিয়েছিলেন শুনানিতে। তাঁরা প্রমাণ করার চেষ্টা করেন যে, ভিনেশ বেআইনি কিছু করেননি। কোনও অসৎ উপায় অবলম্বন করেননি। যোগ্য হিসাবেই ফাইনালে উঠেছিলেন। তা হলে কেন তাঁকে রুপো দেওয়া হবে না?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *