WB and Kolkata Bank Holidays List June।  বকরি ইদ বা রথযাত্রায় ব্যাঙ্ক খোলা কলকাতা-সহ বাংলায়?

Spread the love

জুনের প্রথম দিনই রবিবার পড়েছে। স্বভাবতই মাসের পয়লা দিনেই দেশের সর্বত্র ব্যাঙ্ক বন্ধ থাকবে। আগামী ২ জুন ব্যাঙ্ক খুলবে। তবে বকরি ইদের জন্য আগামী ৬ জুন (শুক্রবার) ভারতের কয়েকটি জায়গায় ব্যাঙ্কে ছুটি থাকবে। সেদিন শুধুমাত্র কোচি এবং তিরুবনন্তপুরমে বন্ধ থাকবে ব্যাঙ্ক। কলকাতা-সহ পশ্চিমবঙ্গের পাশাপাশি দেশের বাকি জায়গায় ব্যাঙ্কের স্বাভাবিক কাজকর্ম চলবে শুক্রবার। 

বকরি ইদের জন্য দেশের বেশিরভাগ জায়গায় ব্যাঙ্ক বন্ধ থাকবে ৭ জুন (শনিবার)। আগরতলা, আইজল, বেলাপুর, বেঙ্গালুরু, ভোপাল, ভুবনেশ্বর, চণ্ডীগড়, চেন্নাই, দেরাদুন, গুয়াহাটি, হায়দরাবাদ (অন্ধ্রপ্রদেশ), হায়দরাবাদ (তেলাঙ্গানা), ইম্ফল, জয়পুর, জম্মু, কানপুর, কোহিমা, লখনউ, মুম্বই, নাগপুর, নয়াদিল্লি, পানাজি, পাটনা, রাইপুর, রাঁচি, শিলং, শিমলা এবং শ্রীনগরে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ব্যাঙ্ক বন্ধ থাকবে কলকাতা-সহ পশ্চিমবঙ্গেও।তারপর আগামী ১১ জুন (বুধবার) গ্যাংটক এবং শিমলায় ব্যাঙ্ক বন্ধ থাকবে। আগামী ২৭ জুন (শুক্রবার) ব্যাঙ্ক বন্ধ থাকবে ভুবনেশ্বর এবং ইম্ফল। আর আগামী ৩০ জুন (সোমবার) শুধুমাত্র আইজলে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ওই তিনদিনই কলকাতা-সহ পশ্চিমবঙ্গে ব্যাঙ্কে ছুটি থাকবে না। অর্থাৎ ব্যাঙ্কের স্বাভাবিক কাজকর্ম চলবে। ২৭ জুন রথ পড়েছে। সেদিনও ব্যাঙ্ক খোলা থাকলে পশ্চিমবঙ্গ-সহ দেশের অধিকাংশ জায়গায়।

জুনে কবে কবে ব্যাঙ্ক বন্ধ থাকবে কলকাতা-সহ পশ্চিমবঙ্গে? রবিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি থাকলে ১ জুন, ৮ জুন, ১৫ জুন, ২২ জুন এবং ২৯ জুন। আর দ্বিতীয় শনিবার হিসেবে ১৪ জুন এবং ২৮ জুন কলকাতা-সহ পশ্চিমবঙ্গে ব্যাঙ্ক ছুটি থাকবে। আর তাছাড়া বাড়তি যে ছুটি থাকবে, সেটা মাসের প্রথম শনিবারই পড়েছে। অর্থাৎ সবমিলিয়ে জুনে কলকাতা-সহ পশ্চিমবঙ্গে আটদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে।

জুনের পরে জুলাইয়ে তো কলকাতা-সহ পশ্চিমবঙ্গে ব্যাঙ্কে বাড়তি কোনও ছুটি থাকবে না। শুধুমাত্র সাপ্তাহিক ছুটি থাকবে। ৬ জুলাই, ১৩ জুলাই, ২০ জুলাই এবং ২৭ জুলাই ব্যাঙ্ক বন্ধ থাকবে রবিবার বলে। আর দ্বিতীয় ও চতুর্থ শনিবার হওয়ায় যথাক্রমে ১২ জুলাই এবং ২৬ জুলাই ব্যাঙ্ক বন্ধ থাকবে কলকাতা-সহ পশ্চিমবঙ্গে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *