ভারতে অনুপ্রবেশের জন্য সুযোগের অপেক্ষায় থাকে বাংলাদেশিরা। বিএসএফের নজর এড়িয়ে সীমান্তের এপারে আসার চেষ্টা করে হাজার হাজার বাংলাদেশি। কারও উদ্দেশ্য জীবিকা নির্বাহ, কারও পাচার, কারও আবার সন্ত্রাসী কার্যকলাপ। ঠিক এমনই ভআবে সম্প্রতি উত্তর দিনাজপুরের রাজগঞ্জে সীমান্তরক্ষীদের নজর এড়িয়ে তিনজন বাংলাদেশি অনুপ্রবেশ করেছিল ভারতে।
রিপোর্ট অনুযায়ী, দিনাজপুরে অনুপ্রবেশকারী তিন বাংলাদেশিকেই শনাক্ত করে আটক করা হয়। পরে বিএসএফ এই সব বাংলাদেশি অনুপ্রবেশকারীদের তাদের নিজেদের দেশে পুশ ব্যাক করে দেয়। ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে বিজিবি-র হাতে তুলে দেওয়া হয়েছে এই তিন বাংলাদেশি অনুপ্রবেশকারীদের।
জানা যায়, গত ১৬ জুন উত্তর দিনাজপুরের রাজগঞ্জ সেক্টরে তিন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে দেখতে পেয়ে আটক করেছিলেন বিএসএফের জওয়ানরা। পরে তাদের জেরা করে বিএসএফ জানতে পারে তাদের পরিচয়। আটক বাংলাদেশিরা ছিল – যশোরের মহিনুর মোল্লা, শিয়াজগঞ্জের বাপি রায় ও মিঠু প্রশান্ত রায়।আটক বাংলাদেশি হিন্দুদের কাছ থেকে উদ্ধার হয়েছিল ভারতের নকল আধার কার্ড। এদিকে অপর এক ঘটনায় রাজগঞ্জ থেকে আরও দু’জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করে বিএসএফ। ধৃতরা হল নওগাঁওয়ের বাসিন্দা মিজারুল ইসলাম এবং আনিসুর হোসেন। তাঁদেরও ফ্ল্যাগ মিটিং করে বর্ডার গার্ড বাংলাদেশের হাতে তুলে দিয়েছে বিএসএফ।
