গতকালকে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের অদূরে পশ্চিমমধ্য বঙ্গোপসাগরে অবস্থিত ঘূর্ণাবর্তটি মিশে গিয়েছে উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে থাকা একটি ঘূর্ণাবর্তে। এই ঘূর্ণাবর্তটি এখন সমূদ্রপৃষ্ঠ থেকে ৩.১ কিলোমিটার উচ্চতা থেকে ৭.৬ কিলোমিটার উচ্চতা পর্যন্ত অবস্থান করছে। এর জেরে দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টিপাত হবে আগানী কয়েকদিন।
১৬ জুন কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মর্শিদবাদ এবং নদিয়ায় বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এ রমধ্যে ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। বাকি জেলাগুলিতে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই আবহে দক্ষিণের সব জেলাতেই জারি আছে হলুদ সতর্কতা।
এরপর ১৭ জুন কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ভারী বৃষ্টিপাত হতে পারে। এর মধ্যে অতিভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। এই দুই জেলায় জারি থাকবে কমলা সতর্কতা। দক্ষিণের বাকি জেলাগুলিতে সেদিন জারি থাকবে হলুদ সতর্কতা।

১৮ জুনও ভারী বৃষ্টি জারি থাকবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। এই আবহে সেদিনও কলকাতা সহ সব জেলাতেই জারি থাকবে হলুদ সতর্কতা। এরপর ১৯ জুন ভারী বৃষ্টির সতর্কতা জারি থাকবে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে। ২০ তারিখ বীরভূম, মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এরপর ২১ জুন দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে।এদিকে ১৬ এবং ১৭ জুন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে এবং সর্বনিম্ন পারদ থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস। এরপর ১৮ এবং ১৯ জুন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ৩২ ডিগ্রির আশেপাশে। এরপর ২০ এবং ২১ জুন কলকাতার সর্বোচ্চ পারদ ফের ৩৩ ডিগ্রি ছুঁতে পারে। এবং এই দু’দিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রির ঘরে।