WB Drone Mystery Latest Update। কলকাতার ড্রোন রহস্য ভেদ হওয়ার আগেই এবার গঙ্গাসাগরের আকাশে ৫টি ড্রোন

Spread the love

সম্প্রতি ১৯ মে কলকাতার আকাশে দীর্ঘক্ষণ পর্যন্ত দেখা গিয়েছিল একাধিক ড্রোন। সেই ঘটনা নিয়ে তদন্ত জারি আছে। তবে এখনও সেভাবে কিছুই জানা যায়নি বিষয়টি নিয়ে। এহেন পরিস্থিতিতে কলকাতার ড্রোন রহস্য সমাধান হতে না হতেই এবার পশ্চিমবঙ্গের আরও একটি জায়গায় আকাশে দেখা গেল ড্রোন। যা নিয়ে ফের শুরু হয়েছে জোর চর্চা।

রিপোর্ট অনুযায়ী, গতরাতে ঝড়বৃষ্টি চলার সময়ই গঙ্গাসাগর এলাকায় আকাশে আলোকবিম্ব দেখা গিয়েছিল। অনুমান করা হয়, সেই আলোগুলি ড্রোন থেকে বের হচ্ছে। জানা গিয়েছে, এদিন দু’ দফায় মোট ৫টি এমন উড়ন্ত বস্তু দেখা গিয়েছে। এদিকে বিষয়টি সঙ্গে সঙ্গে ভারতীয় নৌবাহিনী এবং উপকূলরক্ষী বাহিনীকে জানানো হয়েছে।

উল্লেখ্য, বুধবার সন্ধ্যার পর থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে টানা ঝড়বৃষ্টি হয়েছিল। সেই ঝড়বৃষ্টি শুরুর কিছু আগে, সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ প্রথম আকাশে দেখা গিয়েছিল এই আলোকময় বস্তুগুলি। সেগুলি ড্রোন বলেই প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। এদিকে রাত সাড়ে ১০টা নাগাদ নাকি ফের গঙ্গাসাগরের ওপরে সেই বস্তুগুলি দেখা যায় বলে দাবি করেন স্থানীয়রা। 

এই সম্ভাব্য ৫টি ড্রোনের মধ্যে ৩টির আকার অন্যগুলির তুলনায় বড় ছিল বলে দাবি করা হয়েছে। সুন্দরবন পুলিশ জেলা ঘটনার কথা স্বীকার করে নিয়েছে। এদিকে ইতিমধ্যে উপকূলরক্ষী বাহিনী ও নৌবাহিনীর নজরে আনা হয়েছে বিষয়টি। সুন্দরবনের সব উপকূল থানাকে সতর্ক করা হয়েছে এই বিষয়ে। এহেন পরিস্থিতিতে আকাশ ও জলপথে সন্দেহজনক কিছু দেখলে সঙ্গে সঙ্গে এসপি-র অফিসের সঙ্গে যোগযোগ করতে বলা হয়েছে থানাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *