WB Govt DA Arrear Deadline Update। DA মামলায় কিছুটা স্বস্তি রাজ্যের!

Spread the love

চার সপ্তাহ নয়, পঞ্চম বেতন কমিশনের আওতায় রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ২৫ শতাংশ মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) দিতে আরও কিছুটা সময় পেয়ে গেল পশ্চিমবঙ্গ সরকার। সুপ্রিম কোর্টের রায়ের কপিতে জানানো হয়েছে, যে সেই নির্দেশ (১৬ মে) দেওয়া হয়েছে, তার ছয় সপ্তাহের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএয়ের ২৫ শতাংশ মিটিয়ে দিতে হবে।

প্রাথমিকভাবে যখন শুক্রবার মহার্ঘ ভাতা মামলায় ২৫ শতাংশ বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট, তখন রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের আইনজীবীরা দাবি করেন, চার সপ্তাহের ডেডলাইন বেঁধে দিয়েছে শীর্ষ আদালত। তবে শেষপর্যন্ত রায়ের কপি দেখে কিছুটা স্বস্তি পাবে রাজ্য সরকার। কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ পালনের জন্য হাতে আরও দু’সপ্তাহ পেয়ে গিয়েছে।

দু’সপ্তাহ বেশি না হলেও সেটা যে রাজ্য সরকারের জন্য কিছুটা হলেও স্বস্তিদায়ক, তা নিয়ে কোনও সন্দেহ নেই। কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ মতো প্রাথমিকভাবে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মেটাতে নবান্নের কোষাগার থেকে কমপক্ষে ১০,০০০ কোটি টাকা মতো বেরিয়ে যাবে। যে অঙ্কটা টানাটানির সংসারে নেহাত কম নয়। এমনিতে রাজ্য সরকারের কোষাগারের একটা বড় অংশ বেরিয়ে যায় সামাজিক প্রকল্পের জন্য। ২০২৫-২৬ অর্থবর্ষে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যেমন বরাদ্দ করা হয়েছে ২৬,৭০০ কোটি টাকা। গতবারের থেকে একলপ্তে ১২,০০০ কোটি টাকার মতো বেড়েছে বরাদ্দ। এছাড়াও বাংলার বাড়ি, স্বাস্থ্যসাথীর মতো বিভিন্ন প্রকল্পের জন্য প্রচুর টাকা বেরিয়ে যায় পশ্চিমবঙ্গ সরকারের।

সেই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ সরকারের ভাঁড়ে মা ভবানীর মতো অবস্থা। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন আছে। সংশ্লিষ্ট মহলের মতে, ভোটের আগে সামাজিক প্রকল্পের বরাদ্দ কাটছাঁট করার ঝুঁকি নেবে না রাজ্য। তাই রাজ্য সরকারি কর্মীদের ডিএয়ের টাকা কোথা থেকে আসবে, তা বের করতে মাথার চুল ছিঁড়তে হবে নবান্নকে। এমনিতে রাজ্যের তরফে প্রায়শই কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ করা হয়। অভিযোগ করা হয় যে রাজ্যের প্রাপ্য টাকা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *