WB Govt Employees DA Arrear Case। সুপ্রিম কোর্টে শুনানির আগে আশায় আইনজীবী

Spread the love

আগামিকাল সুপ্রিম কোর্টে পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) উঠবে। শীর্ষ আদালতের সাপ্লিমেন্টারি কজলিস্ট অনুযায়ী, সুপ্রিম কোর্টের ১৪ নম্বর আদালতকক্ষ তথা বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চে ডিএ মামলা উঠতে চলেছে। সিরিয়াল নম্বর হল ৬১ নম্বর।

সুপ্রিম সাপ্লিমেন্টারি কজলিস্টের তালিকায় ৫৫ নম্বর থেকে ৬১ নম্বরের সিরিয়াল নম্বরের মামলা আছে। ডিএ মামলার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের কজলিস্টে বলা হয়েছে যে ‘টপ অফ দ্য বোর্ড বা হাই আপ অন দ্য বোর্ড’ গৃহীত হবে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মামলা। যে বিষয়টি নিয়ে আইনি লড়াই চলছে ২০১৬ সাল থেকে।

রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেছেন, ‘এমন কথা হয়েছে যে আর কোনও অ্যাডজার্নমেন্ট দেওয়া হবে না। আমরা আশা করতে পারি যে শুক্রবার এই মামলার চূড়ান্ত শুনানি হয়ে যাবে।’ সেইসঙ্গে তিনি বলেন, ‘মামলা এখন চূড়ান্ত পর্যায়ে এসেছে। শুক্রবার দিন (ফয়সালা) হয়ে যাবে বলে আশা করছি আমরা।’

এমনিতে বুধবার সুপ্রিম কোর্টে যখন ডিএ মামলা ওঠে, তখন শীর্ষ আদালতের তরফে মৌখিকভাবে যে মন্তব্য করা হয়, তা নিশ্চিতভাবে রাজ্য সরকারের উদ্বেগ বাড়াবে বলে মনে করছেন সরকারি কর্মচারীরা। রাজ্য সরকারি কর্মচারীদের মতে, বুধবার শীর্ষ আদালত মৌখিকভাবে বলেছে, তাতে রাজ্য সরকার প্রবলভাবে চাপে পড়ে গিয়েছে। রাজ্য সরকারের তরফে ইতিমধ্যে সুপ্রিম কোর্টে জানানো হয়েছে, পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া ডিএ মেটাতে গেলে রাজ্যের কোষাগারের উপরে প্রবল চাপ পড়বে। ৪০,০০০ কোটি টাকার মতো খরচ হবে রাজ্য সরকারের তরফে জানানো হয়। যদিও সেই যুক্তিতে রাজ্য সরকার রেহাই পাবে না বলে দাবি করেছেন সরকারি কর্মচারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *