WB Govt Holiday। আরও ১টা ছুটি রাজ্যে! অফিস, স্কুল, কলেজ বন্ধ

Spread the love

লোকসভা ভোট মিটতেই এখন রাজ্যে শাসক দল থেকে শুরু করে বিরোধীদের চোখ উপ-নির্বাচনে। আগামী ১০ জুলাই বুধবার রয়েছে রাজ্যের চারটি বিধাসনভা কেন্দ্রে উপনির্বাচন। ১০ জুলাই বুধবার হওয়ায় কাজের দিন থাকছে। তাই সকল নাগরিক যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তার জন্য এনআই অ্যাক্ট অনুযায়ী ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করল নবান্ন(Nabanna)। 

বিজ্ঞপ্তি অনুযায়ী, ওই চারটি কেন্দ্রের অধীনে সমস্ত সরকারি অফিসের পাশাপাশি সরকারি- সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, দফতর এবং সংস্থায় ১০ জুলাই ছুটি থাকবে। শুধু তাই নয়, সংশ্লিষ্ট চারটি বিধানসভা এলাকার নাগরিকরা যারা কোনও বেসরকারি প্রতিষ্ঠান বা সংস্থায় কাজ করেন তারা পেড লিভ নিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। 

তবে, নির্বাচন কমিশনের তথ্য বলছে এই ৪টি কেন্দ্রের মধ্যে ৩ টিতে এগিয়ে রয়েছে বিজেপি। আর একটিতে মাত্র কয়েক হাজার ভোটে তারা পিছিয়ে রয়েছে। বিধানসভাগুলিতে বিজেপি এগিয়ে রয়েছে সেগুলি হল-রানাঘাট দক্ষিণ, বাগদা এবং রায়গঞ্জ। আর মানিকতলায় কয়েক হাজার ভোটে এগিয়ে রয়েছে শাসক দল। উল্লেখ্য, এই মানিকতলা কেন্দ্রের বিধায়ক ছিলেন রাজ্যের প্রয়াত মন্ত্রী সাধন পান্ডে। এই অবস্থায় দুটি দলেরই কাছে ৪টি বিধানসভা কেন্দ্র গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। 

একদিকে যেমন সেগুলিতে জয়ী হয়ে নিজেদের আসন বাড়াতে চায়ছে শাসক দল তৃণমূল কংগ্রেস, অন্যদিকে, বিজেপি আসনগুলিতে জয়ী হয়ে ঘুরে দাঁড়াতে চাযইছে। যদিও শেষ হাসি কে হাসবে, তা ফলের পরেই বোঝা যাবে। আপাতত এই ৪টি কেন্দ্রে জোর কদমে প্রচার চালাচ্ছে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এই কেন্দ্রগুলিতে পুনর্নির্বাচন হলেও ছুটির সুযোগ পাওয়া যাবে। এছাড়া নির্বাচনের দায়িত্বে থাকা সরকারি আধিকারিকরা ভোটের কাজে দেরি হলে সেক্ষেত্রে যদি পরের দিন তাঁদের কাজে যেতে অসুবিধা হয়, তাহলে তাঁরা স্পেশাল লিভের জন্য আবেদন করতে পারবেন। 

প্রসঙ্গত, যে চারটি কেন্দ্রে ১০ জুলাই নির্বাচন হতে চলেছে সেগুলি হল-মানিকতলা, রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ এবং বাগদা। লোকসভা নির্বাচনে একটি যেমন রাজ্যে দেখা গিয়েছে সবুজ ঝড় অন্যদিকে, ভরাডুবি হয়েছে বিজেপির। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *