আজ দক্ষিণবঙ্গে হাওড়, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানের কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। এদিকে পূর্বাভাস অনুযায়ী, কলকাতা, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতেও আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আজ দক্ষিণের সব জেলাতেই ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সব জেলাতেই জারি হলুদ সতর্কতা।
আজ কলকাতায় সকাল থেকেই আকাশের মুখ ভার। গতকাল রাত থেকেই বৃষ্টিও হচ্ছে শহর এবং শহরতলির বিভিন্ন স্থানে। আজ দিনভরই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি জারি থাকতে পারে শহরজুড়ে। তিলোত্তমার সর্বোচ্চ তাপমাত্রা আজ ৩০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে, যা কি না স্বাভাবিকের থেকে প্রায় আড়াই ডিগ্রি নীচে। এদিকে আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রির ঘরে, যা কি না স্বাভাবিকের থেকে প্রায় ১ ডিগ্রি নীচে।
এদিকে উত্তরবঙ্গে আজ দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় ঝোড়ো হাওয়ার হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এদিকে জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারেও আজ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস।

এরপর ৩০ জুলাই কলকাতা থেকে শুরু দক্ষিণবঙ্গের সব জেলাতেই ফের জারি থাকবে হলুদ সতর্কতা। সেদিন ভারী বৃষ্টি হতে পারে বীরভূম এবং মুর্শিদাবাদের কোথাও কোথাও। তারপর আগামী ৪ অগস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি জারি থাকবে। তবে আপাতত কোথাও আর কোনও সতর্কতা জারি করা হয়নি আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে। এদিকে উত্তরবঙ্গে ৩০ জুলাই ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায়। ৩১ জুলাই ভারী বৃষ্টি হতে পারে ওপরের ৫ জেলায়, ১ অগস্ট ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি থাকবে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। ২ অগস্ট ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি আছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে এবং অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি আছে কালিম্পং এবং দার্জিলিঙে। তারপর ৩ এবং ৪ অগস্ট অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি থাকবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। এই দু’দিন কোচবিহারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি থাকবে।