গতকাল বঙ্গোপসাগরে তৈরি হয়েছিল একটি নিম্নচাপ। সেই সিস্টেমটি সাগরে খুব ধীরেগতিতে উত্তরদিকে এগোবে। গতকাল মধ্যরাতে নিম্নচাপটি ইতিমধ্যেই সুস্পষ্ট হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় এই নিম্নচাপটি আরও শক্তি সঞ্চয় করবে। এর ফলে এই সিস্টেমটি গভীর নিম্নচাপে পরিণত হবে। এই নিম্নচাপটি আপাতত ওড়িশা উপকূলের অদূরে অবস্থান করছে।
২৯ মে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়ার কোথাও কোথাও অতিভারী বৃষ্টির সম্ভাবনা আছে। এই জেলাগুলিতে তাই কমলা সতর্কতা জারি থাকবে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে বলে জানা গিয়েছে। সেই জেলাগুলিতে জারি থাকবে হলুদ সতর্কতা।
২৯ মে কলকাতার আকাশ মূলত মেঘলাই থাকবে। বৃষ্টি হবে শহর জুড়ে। কলকাতায় ২৯ তারিখ সর্বনিম্ন তাপমাত্রা নামবে ২৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। যা কি না স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি নীচে। এদিকে ২৯ মে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। যা কি না স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রি নীচে।

এদিকে উত্তরবঙ্গেও ২৯ ভারী বৃষ্টি হবে জেলায় জেলায়। এর মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের কোথাও কোথাও অতিভারী বৃষ্টি হতে পারে। এই জেলাগুলিতে তাই জারি থাকবে কমলা সতর্কতা। আর উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। তাই সেই জেলাগুলিতে জারি থাকবে হলুদ সতর্কতা।