গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও দক্ষিণ পশ্চিম বাংলাদেশের সংলগ্ন এলাকার উপর তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। এমনই তথ্য দিয়ে আলিপুর আবহাওয়া দফতর বলছে, সম্ভাবনা রয়েছে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে একটি নতুন নিম্নচাপ জন্ম নিতে পারে। যা নিজের অবস্থান থেকে পশ্চিম ও উত্তর পশ্চিমমুখী হয়ে ধীরে ধীরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তর ওড়িশা, ঝাড়খণ্ডের দিকে যেতে পারে। ফলত বর্ষণের সম্ভাবনা রয়েছে আগামী সপ্তাহেও। কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া? দেখা যাক বাংলার আবহাওয়ার পূর্বাভাস।
উত্তরবঙ্গের আবহাওয়া-শনিবার উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও পড়তে পারে বাজ। রবিবারেও উত্তরের প্রায় সব জেলাইতে চলবে বর্ষণ। সোমবার দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের কিছু জায়গায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। মঙ্গলে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া বুধ থেকে শুক্র- বুধবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বেশ কিছু জায়গা. ভারী বর্ষণ হতে পারে। বৃহস্পতি, শুক্রবারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও বাকি জেলার বিভিন্ন জায়গায় হতে পারে বর্ষণ।

দক্ষিণবঙ্গের আবহাওয়া শনি ও রবিবার- শনিবার হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে দক্ষিণে। আজ শনিবার ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলিতে। ভারী বর্ষণ হতে পারে পুরুলিয়া, ঝাড়গ্রামে। সঙ্গে থাকতে পারে ঝোড়ো হাওয়ার দাপট। রবিবার ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ঝমান, দুই ২৪ পরগনায়, এছাড়াও রবিবার ভারী বর্ষণ হতে পারে হুগলি, হাওড়া, পুরুলিয়ায়। দক্ষিণবঙ্গের আবহাওয়ার সোম থেকে মঙ্গলের পূর্বাভাস-দক্ষিণবঙ্গে সোমবার ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ায়। ভারী বর্ষণের সম্ভাবনা সেদিন রয়েছে বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ঝমান, হুগলি, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনায়। সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিতে। হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। মঙ্গলবার ভারী বর্ষণ হতে পারে পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদে।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস বুধ থেকে বৃহস্পতির- বুধ ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায় ঝোড়ো হাওয়ার সঙ্গে মাঝারি বর্ষণ হতে পারে বেশ কিছু জায়গায়। শুক্রবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার কিছু অংশে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।