WB Students shine in international exam। বিশ্বের ‘অন্যতম কঠিন’ ফিজিক্স পরীক্ষায় বাজিমাত ৩ বাঙালি পড়ুয়ার

Spread the love

বিশ্বমঞ্চে ভারতের নাম উজ্জ্বল করলেন তিন বাঙালি-সহ চার পড়ুয়া। ‘ফিজিক্স লিগ অ্যাক্রস নিউমেরাস কান্ট্রিস অফ কিক-অ্যাস স্টুডেন্ট’-র দ্বাদশ সংস্করণে ষষ্ঠ স্থান অধিকার করেছে বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিটউট অফ সায়েন্সের (আইআইএসসি) একটি দল। স্নাতক স্তরের মোট চার পড়ুয়াকে নিয়ে সেই দল তৈরি করা হয়। তাঁদের মধ্যে তিনজনই (সুস্মিত রায়, অভীক দাস এবং ঋতব্রত ঘোষ) আবার বাঙালি। সেইসঙ্গে ছিলেন সিমর নারুলা। তাঁরা চারজন মিলে ভারতকে এমন জায়গায় নিয়ে গিয়েছেন, তা আগে কখনও সম্ভব হয়নি। এবারই ‘ফিজিক্স লিগ অ্যাক্রস নিউমেরাস কান্ট্রিস অফ কিক-অ্যাস স্টুডেন্ট’-এ সবথেকে ভালো র‍্যাঙ্ক কখনও করেনি ভারত। আর সেই সাফল্যের জন্য তাঁদের অভিনন্দন জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মাধ্যমিকে চতুর্থ, উচ্চমাধ্যমিকে প্রথম হয়েছিলেন অভীক

বাংলার যে পড়ুয়ারা বিশ্বমঞ্চে ভারতের নাম উজ্জ্বল করেছেন, তাঁদের মধ্যে অভীক মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় জায়গা করে নিয়েছিলেন। ২০২২ সালের মাধ্যমিকে চতুর্থ হয়েছিলেন। আর ২০২৪ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছিলেন। তারপর রাজ্য জয়েন্ট পরীক্ষায় অর্জন করেছিল সপ্তম স্থান। জেইই অ্যাডভান্সড পরীক্ষায় দেশের মধ্যে ৬৯ তম স্থানে ছিল অভীক।

সুস্মিত ও ঋতব্রতের বায়োগ্রাফিও চমকপ্রদ

আবার সুস্মিত কেন্দ্রীয় বিদ্যালয় থেকে পড়াশোনা করে আইআইএসসি বেঙ্গালুরুতে পড়েছেন। আর ঋতব্রত নদিয়ার চাকদার সতীশচন্দ্র মেমোরিয়াল স্কুলের পড়ুয়া ছিলেন। একাধিক সর্বভারতীয় পরীক্ষায় দারুণ ফল করেছেন। আর সেই ধারা অব্যাহত রেখে সিমর, অভীক, সুস্মিতের সঙ্গে জুটি বেঁধে ‘ফিজিক্স লিগ অ্যাক্রস নিউমেরাস কান্ট্রিস অফ কিক-অ্যাস স্টুডেন্ট’-এ ভারতের নাম উজ্জ্বল করেছেন।

বিশ্বের অন্যতম কঠিন পরীক্ষা হয় বার্সেলোনায়

গত মাসে স্পেনের বার্সেলোনায় ‘ফিজিক্স লিগ অ্যাক্রস নিউমেরাস কান্ট্রিস অফ কিক-অ্যাস স্টুডেন্ট’-র আয়োজন করেছিল রয়্যাল স্প্যানিশ সোসাইটি অফ ফিজিক্স এবং ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফিজিক্স। যেটিকে স্নাতক স্তরের পড়ুয়াদের জন্য অন্যতম কঠিন পরীক্ষা হিসেবে বিবেচনা করা হয়।ফিজিক্স বা পদার্থবিদ্যার বিভিন্ন বিষয়ে পড়ুয়াদের কতটা জ্ঞান আছে, তা খতিয়ে দেখা হয় ‘ফিজিক্স লিগ অ্যাক্রস নিউমেরাস কান্ট্রিস অফ কিক-অ্যাস স্টুডেন্ট’-এ।

‘ঋতব্রত, সুস্মিত এবং অভীক আমাদেরই ছেলে’, বললেন মমতা

আর সেই পরীক্ষায় সাফল্যের জন্য ঋতব্রত, সুস্মিত এবং অভীকদের শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘ঋতব্রত, সুস্মিত এবং অভীক আমাদেরই ছেলে। অভীক মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে শীর্ষস্তরের সাফল্য পেয়েছিল। চাকদার ঋতব্রত এবং সুস্মিতও ধারাবাহিক সাফল্য পেয়েছে। এখন কঠিন আন্তর্জাতিক মেধা প্রতিযোগিতায় এই বিপুল সাফল্য পেয়ে তারা আমাদের আরও গর্বিত করল।’

সেইসঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেছেন, ‘ওদের স্নেহশীল বাবা-মা ও অভিভাবকদের প্রতি এবং শিক্ষক-শিক্ষিকাদের প্রতিও আমার আন্তরিক অভিনন্দন রইল। আমাদের ছেলেমেয়েরা আরও আন্তর্জাতিক সাফল্যের মুকুট ছিনিয়ে আনুক – এই কামনা করব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *