WB Toppers in NEET-UG 2025 Result। নিটের প্রথম একশোয় বাংলার মাত্র ৩ জন

Spread the love

নিট পরীক্ষায় খুব একটা আহামরি ফল হল না পশ্চিমবঙ্গের। শনিবার সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকার (NEET-UG) যে মেধাতালিকা প্রকাশ করা হয়েছে, তাতে প্রথম ১০০ জনের মধ্যে মাত্র তিনজন পশ্চিমবঙ্গের প্রার্থী। প্রথম দশে কেউ নেই। প্রথম ২০-র মধ্যে আছেন দু’জন। সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স (জেইই) পরীক্ষায় যেখানে বাংলার মেয়ের দাপট দেখা গিয়েছিল, সেখানে মেডিক্যাল প্রবেশিকায় প্রথম ১০০-র মধ্যে পশ্চিমবঙ্গের একজন ছাত্রীও নেই। এমনকী মেয়েদের যে আলাদা করে সেরা ২০-র তালিকা প্রকাশ করা হয়েছে, তাতেও পশ্চিমবঙ্গের কারও ঠাঁই হয়নি। তথ্য অনুযায়ী, নিট পরীক্ষার প্রথম ১১২টি র‍্যাঙ্কের মধ্যে বাংলার কোনও ছাত্রী নেই।

পশ্চিমবঙ্গে পাশের হার অবশ্য বেড়েছে

তবে সার্বিকভাবে পাশের হারে নিরিখে গতবারের থেকে সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকায় এবার পশ্চিমবঙ্গের ফলাফল ভালো হয়েছে। ২০২৪ সালে নিটের জন্য নাম নথিভুক্ত করেছিলেন মোট ১,২০,০৭০ জন। শেষপর্যন্ত ১,১৬,১০৪ জন পরীক্ষা দিয়েছিলেন। উত্তীর্ণ হয়েছিলেন ৬৩,২৫১। যা শতাংশের নিরিখে ছিল ৫৪.৪৭।

এবার সেখানে শতাংশের বিচারে উত্তীর্ণ হওয়া প্রার্থীদের হার ৫৫.৩২-তে ঠেকেছে। ২০২৫ সালে পরীক্ষার জন্য মোট ১,১০,৩৯৯ জন নাম নথিভুক্ত করেন। পরীক্ষা দেন ১,০৬,৬৭৫। আর ৫৯,০১৮ জন উত্তীর্ণ হয়েছেন। অর্থাৎ দেশ ও বিদেশের গড় পারফরম্যান্সের নিরিখে পিছিয়ে আছে পশ্চিমবঙ্গে। সার্বিকভাবে নিট পরীক্ষায় উত্তীর্ণ হওয়া প্রার্থীদের হার হল ৫৫.৯৬ শতাংশ। যা গতবার ৫৬.৩৯ শতাংশের মতো ছিল।

NEET পরীক্ষায় পশ্চিমবঙ্গের টপারদের তালিকা

১) রচিত সিনহা চৌধুরী, সার্বিক র‍্যাঙ্ক ১৬, পার্সেন্টাইল ৯৯.৯৯৯১৮৫৩।

২) রূপায়ন পাল, সার্বিক র‍্যাঙ্ক ২০, পার্সেন্টাইল ৯৯.৯৯৯০৪৯৫।

৩) অনীক ঘোষ, সার্বিক র‍্যাঙ্ক ৬৭, পার্সেন্টাইল ৯৯.৯৯৬৮৩১৬।

NEET-এ বাংলার প্রার্থীদের নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য

১) আর্থিকভাবে দুর্বল প্রার্থীদের মেধাতালিকায় দ্বিতীয় স্থানে আছেন অনীক।

২) তফসিলি জাতিভুক্ত প্রার্থীদের মেধাতালিকায় দ্বিতীয় স্থানে আছেন নীহার হালদার। তাঁর সার্বিক র‍্যাঙ্ক ১১০। পার্সেন্টাইল ৯৯.৯৯৪৯৩০৬।

৩) আবার তফসিলি জাতিভুক্ত প্রার্থীদের মেধাতালিকার সাত নম্বরে আছে দেবার্ঘ্য নাগের নাম। তাঁর সার্বিক র‍্যাঙ্ক ২৪৭। পার্সেন্টাইল ৯৯.৯৮৮৪১২৭।

অসম, ওড়িশা ও ত্রিপুরার টপার হলেন কারা?

১) অসমে প্রথম হয়েছেন মহম্মদ মুসা কলিম। সার্বিক র‍্যাঙ্ক ৫০৯।

২) ওড়িশায় প্রথম হয়েছেন স্নেহাশিস দাস। সার্বিক র‍্যাঙ্ক ৬০।

৩) ত্রিপুরায় প্রথম হয়েছেন অনন্যা দেবনাথ। সার্বিক র‍্যাঙ্ক ১,৬২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *