২০২৫ সালের ইউজিসি নেট পরীক্ষায় ১০০ পার্সেন্টাইল পেয়ে সর্বভারতীয় স্তরে প্রথম স্থান অর্জন করেলেন বাংলার নিলুফা ইয়াসমিন। নিলুফা পূর্ব বর্ধমানের কাটোয়া শহরের পালিটা রোড এলাকায় থাকেন। নিলুফা জানান, শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নেওয়ার ইচ্ছা থেকেই ইউজিসি নেটের প্রস্তুতি শুরু করেছিলেন তিনি।এদিকে এর আগেও দুবার ইউজিসি নেট পরীক্ষায় বসেছিলেন নিলুফা। তবে তাতে তিনি সফল হননি। যদিও এর কারণে তিনি হাল ছাড়েননি। আর তৃতীয়বারের চেষ্টায় যখন তিনি সফল হলেন, তখন তিনি দেশের মধ্যে শীর্ষস্থান অর্জন করলেন।
নিলুফার তাঁর ডক্টোরাল রিসার্চ করছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। মধ্যযুগের সঙ্গীত ঐতিহ্য এবং বাংলা সাহিত্যের মিলন নিয়ে গবেষণা করছেন তিনি। ছোট থেকেই ছিলেন মনোযোগী ও মেধাবী। এই আবহে স্কুল থেকে স্নাতকোত্তর স্তর পর্যন্ত পরীক্ষায় ভালো নম্বর পেয়ে এসেছিলেন নিলুফা।

তবে সেই নিলুফা ইউজিসি নেট পরীক্ষায় দু’বার বিফল হন। তবে লড়াই জারি রাখা নিয়ে তিনি বললেন, ‘প্রথম দু’বার ব্যর্থ হই। মন খারাপ হয়েছিল, কিন্তু কখনও ভেঙে পড়িনি। জানতাম আমি পারব। এবার লক্ষ্য ছিল শুধু পাশ করা নয়, শীর্ষে পৌঁছনো।’ এবং সেই লক্ষ্যেই তিনি পৌঁছেছেন।