Wimbledon Shockers in 1st Round।  অঘটনের উইম্বলডনে প্রথম রাউন্ডেই ছিটকে গেল বড় বড় নাম

Spread the love

এবারের উইম্বলডনে শুরুতেই অঘটনের বন্যা। ছেলে, মেয়ে মিলিয়ে একাধিক শীর্ষ বাছাই তারকারা ছিটকে গেলেন তুলনামূলত অনামী খেলোয়াড়দের কাছে। পুরুষদের মধ্যে থেকে তৃতীয় বাছাই অ্যালেক্সান্ডার জেভরেভ, সপ্তম বাছাই মুসেটি, স্টেফানোস সিৎসিপাস, নবম বাছাই ড্যানিল মেদভেদেভ হেরেছেন নিজেদের প্রথম রাউন্ডের ম্যাচ। 

এদিকে মেয়েদের মধ্যে প্রথম রাউন্ডেই হেরে বিদায় নিয়েছেন পঞ্চম বাছাই কিউডাব্লু ঝেং, তৃতীয় বাছাই পেগুলা, দ্বিতীয় বাছাই কোকো গফ, ২০তম বাছাই অস্টাপেঙ্কা। তবে এত সব অঘটনের মাঝেও শীর্ষ বাছাই আরিয়ানা সাবালেঙ্কা নিজের ম্যাচে অনায়াসে জিতে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন।

এদিকে পুরুষদের দিকে গতকাল নিজের প্রথম রাউন্ডের ম্যাচ জিতে নেন নোভাক জোকোভিচ। তিনি ৪ সেটের ম্যাচে ৬-১, ৬-৭ (৭-৯), ৬-২, ৬-২ ব্যবধানে জেতেন। এদিকে শীর্ষ বাছাই ইয়ানিক সিনারও অনাাসে নিজের প্রথম রাউন্ডের ম্যাচ জেতেন স্বদেশী নার্ডির বিরুদ্ধে। তাঁর স্কোর ৬-৪, ৬-৩, ৬-০।

এদিকে আজ দ্বিতীয় রাউন্ডে কোর্টে নামবেন টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই তথা সদ্য ফরাসি ওপেনে রূপকথার জয় অর্জন করা কার্লোস আলকারাজ। এদিকে পরুষদের ডবলসে আজ কোর্টে নামার কথা ভারতীয় ইউকি ভাম্বরির। তিনি এবার জুটি বেঁছেথেন মার্কিন আর গ্যালোওয়ের সঙ্গে। টুর্নামেন্টে তাঁরা ১৬তম বাছাই। আর বেলজিয়ামের এস জাইলের সঙ্গে অবাছাই হিসেবে কোর্টে নামবেন ভারতের রোহন বোপান্না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *