নেতাজি ইনডোর স্টেডিয়ামে চাকরিহারাদের সঙ্গে বৈঠকে সুকৌশলে অযোগ্যদের বাঁচানোর চেষ্টা চালিয়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। টাকা দিয়ে যারা চাকরি পেয়েছেন তাঁদের পাশেই শেষ পর্যন্ত দাঁড়িয়েছেন তিনি। এমনই দাবি করলেন SSC নিয়োগ দুর্নীতি মামলায় আবেদনকারীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। এদিন বিকাশবাবু বলেন, চাকরিহারাদের বিভ্রান্ত করতে যোগ্য – অযোগ্য শুরু করেছেন মমতা। কে অযোগ্য তা হলফনামা দিয়ে আদালতকে জানাচ্ছেন না কেন তিনি।
এদিন বিকাশবাবু বলেন, ‘কে যোগ্য আর কে অযোগ্য তার বিচার তো আদালতে হয়ে গিয়েছে। তার পরেও রাজ্য সরকারের কোনও বক্তব্য থাকলে তারা যোগ্য – অযোগ্যের তালিকা আদালতে জমা দিচ্ছেন না কেন? উনি পুরোটাই দুর্নীতি করেছেন। এখন এসব বলে বাঁচার চেষ্টা করছেন। আসলে আমাদের মুখ্যমন্ত্রীর আদালতের রায় পড়ার যোগ্যতা নেই। তাই উনি রায় নিয়ে যা খুশি বলছেন। রায়ে কোন সিদ্ধান্ত কেন নেওয়া হয়েছে তার স্পষ্ট ব্যাখ্যা আছে।
চাকরিচ্যূত শিক্ষকদের উদ্দেশে মমতার স্বেচ্ছাশ্রম দেওয়ার প্রস্তাব খারিজ করে বিকাশবাবু বলেন, স্বেচ্ছাশ্রম দিতে হলে ওনার দলের সংগঠন TMCPতেই অনেক যোগ্য ছেলে মেয়ে আছে। তারা দেবে। যাদের যোগ্যতা নিয়ে আদালতেরই প্রশ্ন রয়েছে তারা দেবে কেন? আর আদালত তো যোগ্যদের চাকরিতে ফেরার সুযোগ দিয়েছে। তারা আবার পরীক্ষায় বসুক।’
বিকাশবাবু বলেন, ‘যারা সৎভাবে পরীক্ষা দিয়েছেন তারা একটা দুর্নীতিমূলক প্রক্রিয়ার শিকার হয়েছেন। তাদের ঢাল করে মমতা অযোগ্যদের বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন। যারা নিজেদের যোগ্য বলে দাবি করছেন তাঁদের বলছি, তোমরা এই দুর্নীতিকে আড়াল করার শরিক হয়ো না। দুর্নীতিটাকে আরও তীব্রভাবে সমাজের কাছে হাজির করো। যারা দুর্নীতি করে তাদের নাম করে বলে যে তাদের জন্য তোমাদের এই অবস্থা হয়েছে।’