‘আঙুল টিপে দিলাম, ২ দিন জ্ঞান ছিল না, এখন…’

Spread the love

কিছুদিন আগেই গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন প্রতুল মুখোপাধ্যায়(Pratul Mukherjee)। তাঁকে রাখা হয়েছে ভেন্টিলেশনে। এদিন তাঁকে দেখতে যান খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্ষীয়ান গায়ককে দেখে বেরিয়েই তিনি জানালেন যে তিনি এখন কেমন আছেন।

বুধবার ১২ ফেব্রুয়ারি পিজি হাসপাতাল অর্থাৎ SSKM এ বর্ষীয়ান গায়ক প্রতুল মুখোপাধ্যায়কে দেখতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সন্ধ্যায় তাঁকে দেখে হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের গায়কের স্বাস্থ্যের আপডেট দিলেন তিনি। জানালেন প্রতুল মুখোপাধ্যায় এখনও ভেন্টিলেশনে আছেন। তবে তাঁর ডাকে সাড়া দিয়েছেন।

মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, ‘২ দিন জ্ঞান ছিল না ওঁর। আমি আজ ডাকতেই সাড়া দিল। হাত বাড়াল। আমি আঙুলগুলো টিপে দিলাম।’ এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন যে যখন সমস্ত অরগ্যান ঠিক ভাবে কাজ করে না তখনই তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়।

মমতার কথায়, ‘ওঁর অসুখটা জটিল। দুদিন কোনও সাড়া দেননি। তবে আজ করলেন। এটা ওঁর মানসিক শক্তি। সাইকোলজিক্যালি দেখতে গেলে অনেকে এই সময় ফিরেও আসেন। কিন্তু যদি কারও মনে হয় যে আমার ইচ্ছে শক্তি নেই, তখন শত চেষ্টা করলেও ফেরানো যায় না তবে ওঁর অবস্থা সংকটজনক। কিন্তু আশা করছি উনি ভালো হয়ে যাবেন।’

ফলে এখনও যে গায়কের আশঙ্কাজনক অবস্থা কাটেনি সেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) কথা থেকেই স্পষ্ট। তিনি মঙ্গলবার গায়ককে দেখতে যেতে না পারলেও হাসপাতালে ফোন করে চিকিৎসকদের থেকে আপডেট নেন।

এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেই প্রতুল মুখোপাধ্যায়কে হাসপাতালে ভর্তি করা হয়। সেই সময় তাঁর নাক দিয়ে আচমকাই রক্তক্ষরণ হয়েছিল। এরপর হাসপাতালে ভর্তি করানো হলে নার্ভ, নাক, কান, গলার চিকিৎসকরা তাঁকে দেখেন। বর্তমানে তাঁর ব্লাড প্রেসার বেশ কম। অতিরিক্ত সংক্রমণ আছে, সেটার প্রভাব কিডনি, ফুসফুসে পড়েছে। ফলে সংকটজনক অবস্থাতেই আছেন প্রতুল মুখোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *