ইউটিউবের ‘সার্চ হিস্ট্রি’ বিতর্ক নিয়ে অবশেষে মুখ খুললেন রিয়ান পরাগ। গত বছর আইপিএলের শেষে নিজের স্ক্রিন শেয়ার করে লাইভ করছিলেন রাজস্থান রয়্যালসের তারকা ক্রিকেটারের। আর সেইসময় তাঁর ‘সার্চ হিস্ট্রি’-তে ‘সারা আলি খান হট’ এবং ‘অনন্যা পাণ্ডে হট’ দেখা গিয়েছিল। যা নিয়ে চরম কটাক্ষের মুখে পড়েছিলেন। আর সেই বিষয়টি এবার মুখ খুলে রিয়ান জানিয়েছেন, ওই লাইভ সেশন শেষ হওয়ার পরই বুঝতে পেরেছিলেন যে একটা বড়সড় ভুল হয়ে গিয়েছে। কিন্তু সেইসময় কোনও মন্তব্য করতে চাননি। কারণ তখন তিনি যা বলতেন না কেন, সেটা কেউ বুঝতেন না। কেউ তাঁকে বুঝতে পারতেন না বলে দাবি করেছেন রিয়ান।
কী বললেন রিয়ান পরাগ?
সিটি১০১৬ রেডিয়ো স্টেশনের সাক্ষাৎকারে রিয়ান বলেন, ‘আমার আইপিএল-পর্ব শেষ হয়ে গিয়েছিল। আমরা চেন্নাইয়ে ছিলাম। ম্যাচ শেষ করে আমার স্ট্রিমিং টিমের সঙ্গে ডিসকর্ড কল শুরু করেছিলাম। এটা এখন ছড়িয়ে পড়েছিল। তবে আইপিএলের আগে সেটা হয়েছিল। আমার ডিসকর্ড দলের এক সদস্য আমার সেট আপ করে দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু সেই পরিকল্পনাটা খুব দ্রুত বাতিল হয়ে গিয়েছিল।’
রিয়ান আরও বলেন, ‘আইপিএলের পরে (আমায় নিয়ে) হইহই হচ্ছিল। আমার একটা ভালো মরশুম কেটেছিল। আমি এসে নিজের স্ট্রিমটা চালু করেছিলাম। আমার কাছে স্পটিফাই বা অ্যাপল মিউজিক ছিল না। সবকিছু ডিলিট করে হয়ে গিয়েছিল।’
মুখ খুললে কেউ বুঝতেন না…দাবি রিয়ানের
তারপর কী হয়েছিল, সেটা ব্যাখ্যা করে ওই সাক্ষাৎকারে রিয়ান বলেন, ‘গান চালাতে আমি ইউটিউবে গিয়েছিলাম। আমি গানের খোঁজ করছিলাম। কিন্তু আমি জানতাম না যে কী হচ্ছে। কিন্তু স্ট্রিমটা শেষ হওয়ার পরে আমি বুঝতে পারি যে ঠিক কী হয়েছে। আমি ভাবছিলাম যে এটা কী হয়ে গেল। এটা হয়েছিল।’ সেইসঙ্গে ভারতের ক্রিকেটার বলেন, ‘আমার মনে হয়েছিল যে প্রকাশ্যে এসে পুরোটা ব্যাখ্যা করার মতো ওটা উপযুক্ত বিষয় ছিল। তখন কেউ বুঝতেন না।’
রিয়ানের পাখির চোখ আইপিএলে
সেইসব বিতর্ক ঠেলে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন রিয়ান। এখন জাতীয় দলে না থাকলেও (চোটের জন্য প্রায় চার মাস ছিটকে গিয়েছিলেন) ভারতের হয়ে ন’টি টি-টোয়েন্টি ম্যাচে খেলেছেন। একটি একদিনের ম্যাচেও খেলেছেন ভারতের হয়ে। যিনি আপাতত আসন্ন আইপিএলকে পাখির চোখ করছেন।
গত মরশুমে তাঁর আইপিএলটা দুর্দান্ত কেটেছিল। ১৪টি ইনিংসে ৫৭৩ রান করেছিলেন। স্ট্রাইক রেট ছিল ১৫০-র মতো। আর গড় ৫০-র উপরে ছিল। মিডল অর্ডারে রাজস্থানের বড় ভরসা হয়ে উঠেছিলেন। সেই পরিস্থিতিতে মেগা নিলামের আগে তাঁকে ১৪ কোটি টাকায় রিটেন করেছিল রাজস্থান।