রবিবার সকাল থেকেই সরগরম কলকাতা। মদ খেয়ে গাড়ি চালিয়ে ৬ জনকে পিষে দেওয়ার অভিযোগ উঠেছে ছোটপর্দার পরিচালক ভিক্টো ওরফে সিদ্ধান্ত দাসের বিরুদ্ধে। রবিবার সকাল সাড়ে ৯টায় ঠাকুরপুকুর বাজারের কাছে দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনের মৃত্যু পর্যন্ত হয়েছে বলে জানা যায়। ইতিমধ্যেই ঘটনায় গ্রেফতার করা হয়েছে সিদ্ধান্ত দাসকে।
ঠিক কী ঘটেছিল?
আনন্দবাজারের প্রতিবেদন সূত্রে জানা গিয়েছিল, শনিবার রাতে শহরের এক অভিজাত পানশালায় উল্লাসে মেতেছিলেন পরিচালক ভিক্টো, অভিনেতা আরিয়ান ভৌমিক, অভিনেত্রী ঋ সেন, কার্যকরী প্রযোজক শ্রিয়া বসু, ইউটিউবার স্যান্ডি সাহা। এরাঁ প্রত্যেকেই নতুন একটি ধারাবাহিক ‘ভিডিয়ো বৌদি’র সঙ্গে যুক্ত। নতুন কাজের সেলিব্রেশনের পর তাঁরা ২টি আলাদা আলাদা গাড়িতে ফিরছিলেন, তারমধ্যে একটি গাড়ি এই দুর্ঘটনা ঘটায়। এদিকে আরিয়ান আগেই জানিয়েছিলেন, সিদ্ধান্তের গাড়িতে তিনি আর স্যান্ডি ছিলেন না। তবে পরিচালকের সঙ্গেই ছিলেন অভিনেত্রী ঋ এবং শ্রিয়া।
এবার এই ঘটনা প্রসঙ্গেই মুখ খুলতে গিয়ে বিস্ফোরক অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়। সোমাবার সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ‘কী বলব জানি না তবে এটুকু বলতে পারি, ইন্ডাস্ট্রিকে তো রোজ খুব কাছ থেকে দেখছি, নেশার কবলে চলে যাচ্ছে।’
এদিকে এবিষয়ে এদিন আজকাল ডট ইন-কে ভাস্বর বলেন, ইন্ডাস্ট্রিতে তিনি কম বছর কাজ করছেন না। তাঁর কথায়, ‘খুব সত্যি কথা বলছি, নতুন প্রজন্মের অধিকাংশ-ই ইন্ডাস্ট্রিতে কাজ করতে আসেন না, আসে বেলাল্লাপনা করতে! সামান্য কয়েকজন আছেন যাঁরা সত্যিই অভিনয়টা ভালবাসেন, বাকিরা…বাকিরা ওই যা বললাম।’
ভাস্বারের সাফ কথা, তাঁদের সময়ে তাঁরা প্রতিষ্ঠিত হতে উদয়াস্ত পরিশ্রম করেছেন, এখন আর সেটা হয় না। সকলেই চট করে প্রচার চায়। কিছু হলেই শোনা যায় পার্টি। আর পার্টিতে যে শুধু মদ চলে না সে ব্যাপারে তিনি ১০০ শতাংশ নিশ্চিত। সঙ্গে চলে চরস, গাঁজা!
ভাস্বর এখানেই থামেননি। বলেন, তিনি নাকি ‘উফ কাল যা নেশা করেছি না…শরীরটা ম্যাজম্যাজ করছে, কী করে যে কাজ করব জানি না ‘। এসব কাণ্ড অবাকই করেছে ভাস্বরকে। তাঁর কথায় রবিবার যেটা ঘটেছে সেটা ভুল নয়, অপরাধ! এরকম কাণ্ডের জন্য, দায়িত্বজ্ঞানহীনতার জন্য ইন্ডাস্ট্রিকে খারাপ কথা শুনতে হয়।