এবার দিলীপ ঘোষকেই ‘ঘরে ঢুকে মুখ ফাটিয়ে’ দেওয়ার হুমকি

Spread the love

পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে দাঁড়িয়ে স্থানীয় এক মহিলার উদ্দেশে ‘কুকথা’ বলতে শোনা গিয়েছিল বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষকে(Dilip Ghosh)। সেটা ছিল গতকালের (শুক্রবার – ২১ মার্চ, ২০২৫) ঘটনা। তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই, সেই খড়গপুরেই আবারও বিতর্কিত মন্তব্য করেন দিলীপ। খোলাখুলি বুঝিয়ে দেন, শুক্রবার তিনি যা বলেছেন, একদম ঠিক বলেছেন! এমনকী এও জানান, কেউ বাড়াবাড়ি করলে প্রয়োজনে তিনি তাঁকে বাড়ি থেকে বের করে এনে মারবেন! আর, এবার সেই দিলীপকেই পালটা হুঙ্কার দিলেন তৃণমূল কংগ্রেসের নেত্রী তথা হুগলির আরামবাগের প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দার।

কী বললেন তিনি? সংবাদ প্রতিদিন-এর অনলাইন সংস্করণে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, দিলীপকে পালটা হুঁশিয়ারি দিয়ে অপরূপা বলেছেন, ‘উনি (দিলীপ ঘোষ) মহিলাদের সম্পর্কে অশালীন মন্তব্য করলে, আমিও ওনার বাড়িতে ঢুকে মুখ ফাটিয়ে দিয়ে আসব!’

তৃণমূল নেত্রীর এই মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে আলোচনা ও সমালোচনা আরও বাড়বে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, একটি রাজনৈতিক দলের নেতা মহিলাদের কুকথা বলছেন, সমালোচকদের বাড়ি থেকে রাস্তায় বের করে এনে মারের হুমকি দিচ্ছেন! পালটা বিপক্ষ দলের এক নেত্রী, তিনিও একজন রাজনীতিক হয়ে অন্যজনকে মেরে মুখ ফাটিয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন! এর কোনওটাই কাম্য নয়।

প্রসঙ্গত, শুক্রবার খড়গপুর পুরসভা এলাকার ৬ নম্বর ওয়ার্ডে একটি রাস্তা উদ্বোধন করতে গিয়েছিলেন দিলীপ। একটা সময় ওই এলাকার বিজেপি সাংসদ ছিলেন তিনি। তাঁর সাংসদ তহবিলের টাকা খরচ করেই ওই রাস্তা তৈরি করা হয়েছিল বলে দাবি করা হয়।

কিন্তু, সেই কর্মসূচির সময় স্থানীয় এক মহিলা দিলীপের কাছে জানতে চান, আগে কোনও দিন এলাকায় আসেননি তিনি। তাহলে এখন রাস্তা উদ্বোধন করতে কেন এলেন? এতেই ক্ষেপে যান দিলীপ ঘোষ। মহিলার অভিযোগ, দিলীপ ঘোষ তাঁর বাপ, চোদ্দ পুরুষ তুলে কুকথা বলেছেন! এ নিয়ে শুক্রবার দিনভর অনেক আলোচনা সমালোচনা হয়।

এরপর শনিবার দিলীপকে এ নিয়ে ফের প্রশ্ন করা হলে তিনি বুঝিয়ে দেন, তিনি যা বলেছেন, সেই অবস্থানেই অটল রয়েছেন। এমনকী, প্রয়োজনে যদি তাঁকে রাজনীতি ছাড়তে হয়, তাও তিনি ছেড়ে দেবেন। কিন্তু, নিজের এই মেজাজ ছাড়বেন না! এই সময়েই নির্দিষ্ট ব্যক্তিবর্গকে উদ্দেশ করে, তাঁদের বাড়ি থেকে বের করে মারধরের হুমকি দেন দিলীপ।

আর তার কয়েক ঘণ্টা কাটতে না কাটতেই দিলীপের বাড়িতে ঢুকে তাঁর মুখ ফাটিয়ে দিয়ে আসার কথা বললেন অপরূপা!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *