রোহিত শর্মার ব্যাট আইপিএল ২০২৫-এ একেবারেই চলছে না। টানা চার ম্যাচে ব্যর্থ হয়েছেন হিটম্যান। এই মুহূর্তে মুম্বই ইন্ডিয়ান্সেরও অবস্থা একবারেই করুণ। মুম্বই ইন্ডিয়ান্স দলটি পাঁচটি ম্যাচের মধ্যে চারটিতেই হেরে গেছে। ব্যাঙ্গালোরের বিরুদ্ধেও জেতা ম্যাচ হেরেও বসেছে মুম্বই ইন্ডিয়ান্স। তবে এরই মধ্যে রোহিত শর্মার জীবনে এসেছে একটি বড় সুখবর। ওয়াংখেড়েতে হতে পারে ‘রোহিত শর্মা স্ট্যান্ড’। MCA-র অ্যাপেক্স কাউন্সিল বৈঠকে ওয়াংখেড়ে স্টেডিয়ামের একটি স্ট্যান্ড রোহিত শর্মার নামে নামকরণের বিষয়টি আলোচনা করা হয়েছে। জানা যাচ্ছে ১৫ এপ্রিল সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
রোহিত শর্মার নামে হতে পারে ওয়াংখেড়ে স্টেডিয়ামে একটি স্ট্যান্ড
ইন্ডিয়ান এক্সপ্রেস-এর প্রতিবেদন অনুযায়ী, মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের (MCA) কাউন্সিলের এক বৈঠকে আলোচনা হয়েছে যে ওয়াংখেড়ে স্টেডিয়ামের একটি স্ট্যান্ড রোহিত শর্মার নামে করা উচিত। মুম্বইয়ের অন্যতম কিংবদন্তি ক্রিকেটার রোহিত, যিনি ভারতের নেতৃত্বে দুটি আইসিসি ট্রফি জয় করেছেন। এই কৃতিত্বের জন্য তাঁর নাম এখন সচিন তেন্ডুলকর ও সুনীল গাভাসকরদের কাতারে স্থান পেতে পারে।
তবে শুধু রোহিত শর্মা নয়, আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তির নাম নিয়েও আলোচনা হয়েছে। যেমন শরদ পওয়ার, বিলাসরাও দেশমুখ, অজিত ওয়াদেকার, একলাথ সোলকার, দিলীপ সারদেশাই, পদ্মকার শিওয়ালকর এবং ডায়না এডুলজি।
কবে হবে চূড়ান্ত সিদ্ধান্ত?
কে হবেন ওয়াংখেড়ে স্টেডিয়ামের নতুন স্ট্যান্ডের নামধারী? সে বিষয়ে সিদ্ধান্ত হতে পারে ১৫ এপ্রিল, যে দিন MCA-র বার্ষিক সাধারণ সভা (AGM) হওয়ার কথা। উল্লেখ্য ওয়াংখেড়ে স্টেডিয়ামের ইস্ট স্ট্যান্ড রয়েছে সুনীল গাভাসকরের নামে ওয়েস্ট স্ট্যান্ড রয়েছে বিজয় মারচেন্টের নামে। নর্থ স্ট্যান্ড রয়েছে দিলীপ বেঙ্গসরকর ও সচিন তেন্ডুলকরের নামে। মিডিয়া গ্যালারি রয়েছে বাল ঠাকরের নামে।
২০২২ সালে MCA ঘোষণা করেছিল যে সচিন তেন্ডুলকরের একটি মূর্তি স্টেডিয়ামের ভিতরে স্থাপন করা হবে। এখন দেখার বিষয়, রোহিত শর্মার নামেও স্ট্যান্ড হয় কি না। ক্রিকেটপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন সেই সিদ্ধান্তের জন্য।