ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতার নামে যখন সাম্প্রদায়িক হিংসায় উত্তপ্ত রাজ্যর একাংশ তখনই ওয়াকফ সম্পত্তি নিয়ে প্ররোচনামূলক বক্তব্য রাখার অভিযোগ উঠল রাজ্যের শাসকদলের এক সাংসদের বিরুদ্ধে। ওয়াকফ সম্পত্তির দিকে তাকালে চোখ উপড়ে নেবেন, এমনই মন্তব্য করলেন মথুরাপুরের বিজেপি সাংসদ বাপি হালদার। এদিন নিজের লোকসভা কেন্দ্রের অন্তর্গত লালপুরে বক্তব্য রাখার সময় এই মন্তব্য করেন তিনি। তাঁর মন্তব্যকে কেন্দ্র করে তীব্র সমালোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
এদিন বাপি হালদারকে বলতে শোনা যায়, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতক্ষণ আছেন আপনাদের বাবা – দাদাদের কবরস্থান রক্ষা করার দায়িত্ব যেমন আপনাদের তেমন আমাদের সকলের। ওয়াকফ সম্পত্তি কারও বাপের সম্পত্তি নয়। ওয়াকফ সম্পত্তি একটা সম্প্রদায়ের সম্পত্তি। সেই সম্প্রদায়ের সম্পত্তির দিকে যদি কেউ চোখ তুলে তাকায় তার চোখ যেমন উপড়ে নেবেন, হাত তেমন ভেঙে দেবেন।’
বাপি হালদারের মন্তব্যের পালটা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘বাপি হালদারের মতন লোক শুধু ভোট ব্যাংকের জন্য নিচে নামছে। কর চোখ উপড়ে নেবে ? পুলিশ সরিয়ে নিলে বাড়ির বাইরে যেতে পারবে না।’
প্রশ্ন উঠছে, ওয়াকফ আইন নিয়ে যখন রাজ্যের একাংশে সাম্প্রদায়িক হিংসা ছড়িয়েছে তখন শাসকদলের সাংসদের এমন মন্তব্য কেন? হিংসা থেকে বিরত থাকার আবেদন জানানোর বদলে কেন চোখ উপড়ে নেওয়া, হাত কেটে নেওয়ার মতো প্ররোচনা দিচ্ছেন তিনি।