এবারের IPL 2025-এর প্রতি ম্যাচেই মজাদার কমেন্ট্রি শোনা যাচ্ছে। মানে আগে সঞ্জয় মঞ্জরেকর, রামিজ রাজা, রবি শাস্ত্রীরা যেমন কমেন্ট্রি করতেন হিন্দিতে, তার থেকে অনেকটাই আলাদা। আইপিএল যে স্রেফ মনোরঞ্জনেরই খেলা, সেটাই যেন আরও একবার কয়েকজন কমেন্টেটার এবারের আসরে প্রমাণ করে দিচ্ছেন। যেখানে নিউট্রাল শব্দটাই কার্যত অকেজো।
এমনিতে সাংবাদিক বা ধারাভাষ্যকারদের নিউট্রাল হওয়াটাই স্বাভাবিক। এখনকার দিনে অনেক সময়ই লোকের মুখে বলতে শোনা যায় হলুদ সাংবাদিকতার কথা। তেমনই এবারের আইপিএলে দেখা যাচ্ছে কিছু ধারাভাষ্যকারদের হলুদায়ণ। আরও সহজ কথায় বললে, হিন্দি কমেন্ট্রিতে অম্বতি রায়াডু বসে যেভাবে চেন্নাই সুপার কিংসকে সমর্থন করেন, তাতে বোঝা মুশকিল তিনি ধারাভাষ্যকার না সিএসকের ফ্যান।
কমেন্ট্রির নামে ছ্যাবলামি?
নেটিজেনদের অনেকেই বলে থাকেন, যদি রায়াডু মাহিভক্ত হিসেবেই নিজেকে বেছে নিয়ে থাকেন, তাহলে তাঁর ধারাভাষ্যকার তকমা নেওয়াই উচিত নয়। এবারের আইপিএলের হিন্দি কমেন্ট্রি নিয়ে কদিন আগেই সমালোচনা দেখে উত্তর দিয়েছিলেন হরভজন সিং। অতীতে কমেন্ট্রি মানুষ শুনত অনেক নতুন নতুন তথ্য পাওয়ার জন্য, কিন্তু এখন অনেককেই বলতে শোনা যায়, তাঁরা মিউট করে খেলা দেখেন কমেন্ট্রি শোনার ভয়। একা রায়াডু অবশ্য নয়, নভজ্যোৎ সিং সিধুও কিছু কম যান না। পঞ্জাব বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচের পর ইনস্টাগ্রামে অন্যতম ট্রেন্ডিং রায়াডু-সিধুদের কমেন্ট্রি।
বেশ কিছু ভিডিয়ো ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে। যেখানে একটিতে দেখা যাচ্ছে মহেন্দ্র সিং ধোনি মাঠে নামছেন, যা দেখে অম্বতি রায়াডু ধারাভাষ্য দিতে দিতে বলছেন, ধোনি আজ ম্যাচ জেতাতে পারবেন কিনা তিনি জানেন না। তবে তিনি যেভাবে মাঠে নামছেন দেখে মনে হচ্ছে তিনি কিছু করে দেখাবেন আজকে।এরপর আরেকটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে নভজ্যোৎ সিং সিধুকে রায়াডু বলছেন, তিনি গিরগিটির মতো রং পাল্টান। পাল্টা সিধুকেও বলতে শোনা গেল, রায়াডু ইষ্টদেবতার নামই নাকি গিরগিটি। এক্ষেত্রে বলাই বাহুল্য, কেন রায়াডুকে এমন মন্তব্য করেছেন সিধু।