আগামী সোমবার শালবনিতে আসবেন বাংলার মুখ্য়মন্ত্রী। তার আগে বড় বিপত্তি। জিন্দাল এরিয়ার মধ্য়ে তৈরি হচ্ছিল মুখ্য়মন্ত্রী আসার জন্য় সভাস্থল। অনুষ্ঠানের জন্য় হ্যাঙ্গার তৈরি করা হচ্ছিল। বৃহস্পতিবার বিকালের ঝড় বৃষ্টিতে প্রশাসনের মঞ্চের উপরে একাংশ ভেঙে পড়ে।
জিন্দল গোষ্ঠীর তাপবিদ্যুৎ কেন্দ্রের শিলান্য়াস করার কথা ছিল তাঁর। সেকারণে মঞ্চ তৈরির কাজ হচ্ছিল। আচমকাই প্রবল ঝড়। তার মধ্য়েই সেই হ্যাঙ্গারের একাংশ ভেঙে পড়ে হুড়মুড় করে। তবে তাতে হতাহতের কোনও খবর নেই।স্থানীয় সূত্রে খবর, এখানে বিরাট মঞ্চ তৈরির কাজ হচ্ছিল। আচমকাই কালবৈশাখী। তার জেরে উপরের অংশের বিরাট অংশ ভেঙে পড়ে।এদিকে ৩০ এপ্রিল দিঘাতেও জগন্নাথধামের উদ্বোধন করা হবে।
সেই উপলক্ষে বড় কর্মসূচি। সেখানে একাধিক তাঁবুও করা হচ্ছে। তবে মুখ্য়মন্ত্রী আগাম সতর্ক করে দিয়েছেন এখন ঝড় বৃষ্টির সময়। সেক্ষেত্রে যেন সতর্কতা অবলম্বন করা হয়। সেকারণে অত্যন্ত শক্তপোক্ত ব্যবস্থা করা হচ্ছে।এবার জিন্দল এরিয়ায় অনুষ্ঠানের আগে ভেঙে পড়ল হ্যাঙ্গার। তবে দ্রুত পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করা হচ্ছে। যাতে ঝড় এলেও আর কোনও বিপত্তি না হয় সেটা দেখা হচ্ছে। কী কারণে এমন হল সেটাও দেখা হচ্ছে