খুনের অভিযোগের মুখেও আইনজীবী নিলেন না ট্যাংরার প্রণয় দে

Spread the love

তিন তিনটে খুনের অভিযোগ তাঁর বিরুদ্ধে। তাদের মধ্যে নিজেরই নাবালিকা মেয়ে, স্ত্রী ও বউদিকে খুনের অভিযোগে সোমবার গ্রেফতার হয়েছেন ট্যাংরার অটল শীল রোডের দে বাড়ির ছোট ছেলে প্রসূন দে। মঙ্গলবার তাঁকে আদালতে পেশ করা হলে তিনি স্পষ্ট জানিয়ে দেন, আইনজীবী চাই না তাঁর। আদালত আইন মেনে যে শাস্তি দেবে তা মাথা পেতে নিতে তৈরি তিনি। 

ট্যাংরায় মেয়ে, স্ত্রী ও বউদিকে খুনের পর দাদা প্রণয় ও দাদার নাবালক ছেলেকে নিয়ে আত্মহত্যার চেষ্টা করেন প্রসূন। বাইপাসে মেট্রোর পিলারে গাড়ি নিয়ে ধাক্কা মারেন তিনি। তাতে গুরুতর আহত হয়ে রুবি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সোমবার হাসপাতাল থেকে ছুটি পেতেই তাঁকে গ্রেফতার করে ট্যাংরা থানার পুলিশ। এর পর পুলিশের তরফে জানানো হয়, জেরায় তিনটি খুনের কথাই স্বীকার করে নিয়েছেন প্রসূন। 

মঙ্গলবার প্রসূনকে আদালতে পেশ করে পুলিশ। কিন্তু সেখানে প্রসূনের পক্ষে কোনও আইনজীবী হাজির ছিলেন না। বিষয়টি দেখে বিচারক তাঁকে প্রশ্ন করেন, ‘আপনি আইনজীবী নিতে চাননি। কিছু বলতে চান?’ কিন্তু কোনও কথা বলেননি প্রসূন। কাঠগড়ায় মাথা নীচু করে দাঁড়িয়ে ছিলেন তিনি। এর পর এক সরকারি আইনজীবী উঠে দাঁড়িয়ে বলেন, ‘উনি আইনজীবী নিতে অস্বীকার করেছেন। একাই বিচারপ্রক্রিয়ার মুখোমুখি হতে চান তিনি। পুলিশ চার্জশিট পেশ করলে তিনি অপরাধ স্বীকার করে নেবেন বলে জানিয়েছেন।’

এদিন আদালতে প্রসূন দের ৪ দিনের হেফাজত দাবি করে পুলিশ। কিন্তু আদালত ২ দিনের হেফাজত মঞ্জুর করেছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *