রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(Rcb) বিরুদ্ধে ২০২৫ আইপিএলের উদ্বোধনী ম্যাচের আগেই অধিনায়ক অজিঙ্কা রাহানেকেই ভুলে গেল কলকাতা নাইট রাইডার্স। প্র্যাকটিসে যাওয়ার জন্য টিম বাস কেকেআর অধিনায়ককে ফেলে রেখেই রওনা দেয়। আর সেই বাস ধরতে পিঠে ব্যাগ এবং হাতে ব্যাট নিয়ে পাইপাই করে ছুট লাগান রাহানে।
বাসের জন্য পড়িমরি করে ছুটলেন রাহানে
নেটপাড়ায় একটি ভিডিয়ে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে, রাহানে হোটেলের মধ্যেই ব্যাট হাতে দৌড়চ্ছেন। তাঁর পিছন পিছন ছুটছেন এক নিরাপত্তারক্ষীও। সেই ভিডিয়োতে বলা হয়েছে, রাহানেকে ফেলে টিম বাস হোটেল থেকে স্টেডিয়ামের উদ্দেশ্যে রওনা দিয়েছে। যাইহোক রাহানে পরে নিশ্চয়ই সেই বাস ধরতে পেরেছিলেন। কারণ তিনি টিমের সঙ্গেই ইডেনে অনুশীলনে পৌঁছান।
রাহানেকে দেড় কোটি টাকায় কেনে কেকেআর
অজিঙ্কা রাহানেকে ২০২৫ মরশুমের জন্য চেন্নাই সুপার কিংস (CSK) ধরে রাখেনি। কারণ ২০২৪ আইপিএলে তাঁর পারফরম্যান্স ছিল তলানিতে। তবে ২০২৫ আইপিএলের মেগা নিলামে তাঁকে কেকেআর দেড় কোটি টাকায় কিনে নেয়। রাহানের অধিনায়কত্বের অভিজ্ঞতা রয়েছে, এর আগে রাজস্থান রয়্যালসকে নেতৃত্ব দিয়েছেন তিনি। তাই তাঁকে নাইটদের অধিনায়ক নির্বাচিত করা হয়েছে।
নাইট অধিনায়ক গড়তে চলেছেন বড় নজির
২০২৫ সালের ২২ মার্চ মরশুমের প্রথম ম্যাচটি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (কেকেআর বনাম আরসিবি) মধ্যে অনুষ্ঠিত হবে। আর রাহানে তাঁর দলকে প্রথম ম্যাচে নেতৃত্ব দিতে নামলেই, ইতিহাস লিখে ফেলবেন। প্রকৃতপক্ষে, অজিঙ্কা রাহানে হবেন প্রথম ভারতীয় প্লেয়ার, যিনি তিনটি ভিন্ন আইপিএল দলে অধিনায়কত্ব দিতে চলেছেন। রাহানে ২০১৭ সালে স্টিভ স্মিথের অনুপস্থিতিতে একটি ম্যাচে রাইজিং সুপারজায়ান্টদের অধিনায়কত্ব করেছিলেন। এর পর ২০১৮ সালে রাজস্থান রয়্যালসের অধিনায়ক হন রাহানে। তিনি আইপিএল ২০১৯-এও রাজস্থানের অধিনায়কত্ব করেছিলেন, কিন্তু মরশুমের মাঝামাঝি তাঁকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর খেলেছেন দিল্লি ক্যাপিটালস, কেকেআর এবং চেন্নাই সুপার কিংসের হয়ে। এখন আইপিএল ২০২৫-এ তাঁকে কলকাতা নাইট রাইডার্সের হয়ে অধিনায়ক হিসেবে খেলতে দেখা যাবে।
রাহানে এই বিশেষ নজির গড়ে পিছনে ফেলেবেন মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি , এবং রোহিত শর্মাকে। আইপিএলের প্রথম মরশুম থেকেই কোহলি আরসিবি-র হয়ে খেলছেন। এবং তিনি শুধু আরসিবি-রই অধিনায়কত্ব করেছেন। এদিকে রোহিত আবার শুধু মুম্বই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দিয়েছেন। এবং তাঁর নেতৃত্বে মুম্বই পাঁচ বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে। এমএস ধোনি আবার ২টি দলের অধিনায়কত্ব করেছেন। চেন্নাই সুপার কিংস ছাড়াও ধোনি রাইজিং পুনে সুপারজায়ান্টসের নেতৃত্বের দায়িত্বে ছিলেন। তবে রাহানের মতো তিনটি দলকে নেতৃত্ব দেওয়ার নজির ধোনিরও নেই।