দুই ভারতীয়কে তলোয়ার দিয়ে কুপিয়ে খুন

Spread the love

দুবাইয়ে ২ ভারতীয়কে তলোয়ার দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে এক পাকিস্তানের নাগরিকের বিরুদ্ধে। এই ঘটনায় অপর এক ভারতীয় গুরুতর আহত হয়েছেন বলে খবর।মৃত ২ জনেই তেলেঙ্গানার বাসিন্দা বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জি কিশান রেড্ডি। মৃতদের মধ্যে একজন আস্ঠাপু প্রেমসাগর (৩৫) এবং অন্যজন শ্রীনিবাস।পরিবারের অভিযোগ, এক পাকিস্তানি নাগরিক ধর্মীয় স্লোগান দিতে দিতে তাদের উপর হামলা চালায়।

ঘটনাটি ঘটে ১১ এপ্রিল।পরিবারের তরফে বলা হয়, নরমাল জেলার সোনান গ্রামের বাসিন্দা প্রেমসাগর গত পাঁচ-ছয় বছর ধরে দুবাইয়ের বেকারিতে কাজ করতেন।তিনি শেষবার দুই বছর আগে পরিবারের সঙ্গে দেখা করতে ভারতে এসেছিলেন। টাকা পয়সার অভাবে প্রত্যেক বছর বাড়িও ফিরতে পারতেন না। প্রেমসাগরের স্ত্রী ও দুই সন্তান রয়েছে। প্রেমসাগরের কাকা এ. পোষেত্তি, জানিয়েছেন, এখনও তাদের পরিবারের কাছে এই ঘটনায় কোনও খবর পৌঁছায়নি এবং সরকারের কাছে মরদেহ ভারতে ফিরিয়ে আনার জন্য সাহায্য চেয়েছেন। প্রেমসাগরের পরিবারের আর্থিক অবস্থা খারাপ হওয়ায় তাদের সহায়তা প্রদানের জন্য সরকারের কাছে অনুরোধ করেন।

পিটিআইকে নিহতের পরিবার জানিয়েছে, দুবাইয়ের বেকারিতে ধর্মীয় স্লোগান দেওয়ার সময় বিবাদের জেরেই এই ঘটনা ঘটেছে। বেকারিতে ধর্মীয় স্লোগান দিচ্ছিলেন পাকিস্তানের এক নাগরিক। এরপরেই অভিযুক্ত তলোয়ার নিয়ে প্রেমসাগর-সহ তিনজনকে আক্রমণ করেন। তাঁদের মধ্যে দু’জনের মৃত্যু হয় এবং অন্য জন আহত হয়েছেন। ওই বেকারিতেই সকলে কাজ করতেন বলে খবর।

অন্যদিকে, এক্স পোস্টে এই ঘটনার তীব্র নিন্দা করেছেন জি কিশান রেড্ডি। কেন্দ্রীয় মন্ত্রী জানান, দ্বিতীয় নিহত ব্যক্তি শ্রীনিবাস, যিনি নিজামাবাদ জেলার বাসিন্দা। হামলায় আহত তৃতীয় ব্যক্তি, সাগর, বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পাশাপাশি শোক প্রকাশ করে রেড্ডি জানিয়েছেন, এই নিয়ে তিনি কথা বলেছেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে।তিনি নিহতদের দেহ দ্রুত ভারতে ফেরত পাঠানোর জন্য সাহায্য করেছেন। বিষয়টি নিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করতে বিদেশ মন্ত্রক কাজ করবে বলেও আশ্বাস দিয়েছেন এস জয়শঙ্কর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *