সোমবার সকালে মাতৃত্বের সুখবর ভাগ করে নিলেন ‘নিমফুলের মধু’র ‘মৌমিতা’ অর্থাৎ অভিনেত্রী মানসী সেনগুপ্ত। দ্বিতীয়বারের জন্য মা হলেন তিনি। নিমফুলের মধু’র অভিনেত্রীর ছেলে হল না মেয়ে?
ছেলের জন্মের খবর ভাগ করলেন মানসী একটা ফোটো কার্ড শেয়ার করে। সেখানে একটা ছোট্ট বাচ্চার নীল রঙে আঁকা একজোড়া পায়ের ছাপ। সঙ্গে লেখা ইটস অ্যাা বেবি বয়।