পথিরানাকে হেলিকপ্টার শটে গ্যালারিতে পাঠিয়ে বুঝিয়ে দিলেন ধোনি

Spread the love

নেতৃত্ব ছেড়েছেন, তবে আইপিএল খেলা ছাড়েননি। মহেন্দ্র সিং ধোনি(Mahindra Singh Dhoni) যে শুধুমাত্র নিজের উপস্থিতি জাহির করার জন্য চেন্নাই সুপার কিংসের জার্সিতে ফের মাঠে নামছেন, এমনটা নয় মোটেও। বরং তিনি নিজেকে প্রস্তুত করছেন পরবর্তী অধ্যায়ের জন্য। যেভাবে দলে থেকে তরুণদের গাইড করছেন মাহি, তাতেই বোঝা যায় যে তিনি শুধু চেন্নাইয়ের ক্রিকেটার নন, বরং মেন্টরও বটে।

তবে ধোনির বরাবর কড়া নজর থাকে মাঠের পারফর্ম্যান্সের দিকে। এক্ষেত্রেও নিজের ভূমিকা বদল করেছেন ধোনি। আগে কিছুটা উপরের দিকে ব্যাট করতে নেমে চাপটা প্রতিপক্ষ শিবিরে ফিরিয়ে দিতেন তিনি। তবে এখন শুধুমাত্র প্রয়োজনের খাতিরেই ব্যাট করতে নামেন। চার-ছক্কায় ধোনির ক্যামিও এক্ষেত্রে দর্শক মনোরঞ্জনের আদর্শ উপাদানে পরিণত হয়েছে এখন।

সারা বছর ক্রিকেট খেলেন না। অন্য কোনও প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে তো নয়ই, এমনকি নিছক প্রদর্শনী ম্যাচেও মাহিকে মাঠে নামতে দেখা যায় না। সুতরাং, আইপিএলের(Ipl) মতো বড় টুর্নামেন্টের জন্য নিজেকে প্রস্তুত রাখা নিতান্ত কঠিন কাজ। সেই কাজটা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে করে থাকেন ধোনি।

আইপিএল মরশুমের বেশ কিছুদিন আগে থেকেই নেটে ধোনিকে ঘাম ঝরাতে দেখা যায়। তবে এই বয়সে এসেও ধোনি ব্যাট হাতে কতটা কার্যকরী হবেন, এই নিয়ে যাঁরা দুশ্চিন্তা ব্যক্ত করছেন, তাঁদের আশ্বস্ত করলেন মাহি। চিপকের প্রস্তুতিতে ধোনিকে যে মেজাজে দেখা গেল, তাতে একটা বিষয় স্পষ্ট যে, এখনও মরচে পড়েনি তাঁর ব্যাটিং স্কিলে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ছড়িয়ে পড়ে, যা দেখে সিএসকে সমর্থকদের উৎফুল্ল হওয়া স্বাভাবিক। মালিঙ্গার মতো বোলিং অ্যাকশনের মাথিসা পথিরানাকে সামলানো কতটা কঠিন, সেটা আইপিএলের মঞ্চেই প্রতিষ্ঠিত হয়েছে ইতিমধ্যেই। আসলে প্রতিটি মুহূর্তে তীব্র গতির ইয়র্কারের সম্ভাবনা থাকে বলেই মাথিসার বিরুদ্ধে ব্যাট চালানো নিয়ে সংশয়ে থাকেন ব্যাটাররা।

ধোনি যে অন্য জাতের ব্যাটার, সেটা বোঝা গেল মাথিসাকে হেলিকপ্টার শটে তাঁর গ্যালারিতে পাঠানো দেখেই। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োয় ধোনিকে দেখা যায় চেনা মেজাজে। পথিরানার আগুনে গতির ফুল নেলথ ডেলিভারিকে হেলিকপ্টার শটে বাউন্ডারির বাইরে পাঠিয়ে দেন ধোনি। উল্লেখযোগ্য বিষয় হল, মাথিসা এক্ষেত্রে পা লক্ষ্য করে বল করেননি। বরং তাঁর টার্গেট ছিল অফ-স্টাম্পের গোড়া। ধোনি এক্ষেত্রে লেগ সাইডে তুলে মারেননি। বরং তিনি বোলারের মাথার উপর দিয়ে বল তুলে মারেন। এমন শট খেলা যে মোটেও সহজ নয়, সেটা বুঝতে ক্রিকেট বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন হয় না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *