ফের পদ্ম শিবিরে ধাক্কা। আরও একটি পঞ্চায়েত দখল করে নিল তৃণমূল কংগ্রেস। পূর্ব মেদিনীপুরের ভগবানপুর ১ নম্বর ব্লকের ভগবানপুর গ্রাম পঞ্চায়েত এতদিন বিজেপির দখলে ছিল। এবার এই পঞ্চায়েতে প্রধান পদে নির্বাচিত হলেন তৃণমূল কংগ্রেসের উমারানি ভূঁইয়া। শুক্রবার প্রধান পদের জন্য নির্বাচন হয়। এই পঞ্চায়েতে সেখানে তৃণমূল কংগ্রেসের ১২ জন সদস্য ভোট দেন। আর বিজেপির পক্ষে ভোট দেন ৮ জন। একজন সদস্য অনুপস্থিত ছিলেন। ফল নির্বাচনে প্রধান হিসেবে নির্বাচিত হন তৃণমূল কংগ্রেসের সদস্য।
২২ আসন বিশিষ্ট এই পঞ্চায়েতে গত নির্বাচনে সমান সমান আসন পেয়েছিল তৃণমূল এবং বিজেপি। অর্থাৎ উভয় দলের পক্ষ থেকে ১১ জন করে পঞ্চায়েত সদস্য ছিলেন। ফলে টসের মাধ্যমে এই পঞ্চায়েতের প্রধান হিসেবে নির্বাচিত হয়েছিলেন বিজেপির সদস্য। অন্যদিকে, উপপ্রধান হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সদস্য। তবে মাসখানেক আগেই অস্বাভাবিক মৃত্যু হয় বিজেপির প্রধানের। ফলে প্রধান পদ শূন্য হয়ে যায় এই পদে নির্বাচনের প্রয়োজন হয়ে পড়ে। তারই নির্বাচন ছিল শুক্রবার। এদিকে, নির্বাচনের ঠিক আগেই বিজেপির এক সদস্য তৃণমূলে যোগ দেন। ফলে স্বাভাবিকভাবেই বিজেপির সদস্য সংখ্যা কমে গিয়ে ৯ জনে নেমে আসে। তৃণমূলের সদস্য সংখ্যা বেড়ে হয় ১২ জন। তৃণমূল সংখ্যাগরিষ্ঠ হওয়ায় ভগবানপুর গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের দখল করে বোর্ড গঠন করল। পঞ্চায়েতের উপপ্রধান পদে পদে বসেন তৃণমূলের শেখ আনোয়ার আলি।
পঞ্চায়েতে তৃণমূল বোর্ড গঠন করার পরেই সকলকে স্বাগত জানান ভগবানপুর ১ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীনচন্দ্র মণ্ডল, পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সুন্দর পন্ডা, যুব সভাপতি সৌরভ কান্তি বেরা। পঞ্চায়েতে প্রধান পদে ভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলেই দাবি তৃণমূলের। ভগবানপুর পঞ্চায়েত তৃণমূলের দখলে আসায় এদিন উচ্ছ্বাস দেখা যায় দলের কর্মী নেতাদের মধ্যে। দলের নেতৃত্ব জানিয়েছেন, এতদিন এই পঞ্চায়েতে বিজেপির প্রধান ছিল। এবার তৃণমূল বোর্ড গঠন করল।