বিশ্ব ফুটবলের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসি আবারও ভারতের মাটিতে পা রাখতে পারেন। ক্রীড়া সংগঠক শতদ্রু দত্তর সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে এই সম্ভাবনা জোরদার হয়েছে। শুক্রবার, মেসির সঙ্গে একাধিক ছবি পোস্ট করেছেন শতদ্রু, যা ফুটবলপ্রেমীদের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে।
শতদ্রু দত্তের উদ্যোগেই কলকাতায় এসেছিলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী অধিনায়ক কাফু, আর্জেন্তিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ এবং ব্রাজিলিয়ান তারকা রোনাল্ডিনহো। বহুদিন ধরেই তিনি মেসিকে ভারতে আনার চেষ্টা করছেন। ইতিমধ্যেই মেসির(Messi) এজেন্ট তথা তাঁর বাবা জর্জ মেসির সঙ্গে দেখা করেছেন শতদ্রু দত্ত। এবার সরাসরি মেসির সঙ্গে সাক্ষাৎ করে তাঁকে ভারতের বিভিন্ন উপহারও দিয়েছেন বাংলার এই ছেলে।
যদিও শতদ্রুর পোস্টে মেসির কলকাতা সফর নিশ্চিত হওয়ার মতো কোনও তথ্য নেই, তবুও তাঁর উচ্ছ্বাস ফুটবলপ্রেমীদের আশাবাদী করে তুলেছে। চলতি বছর আর্জেন্তিনা জাতীয় দল কেরলে একটি ম্যাচ খেলতে আসতে পারে বলে জানা গেছে, তবে মেসি সেই দলে থাকবেন কিনা তা এখনও স্পষ্ট নয়।
প্রসঙ্গত, কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনেই আর্জেন্তিনার অধিনায়ক হিসেবে মেসির পথচলা শুরু হয়েছিল। ২০১১ সালে তিনি ভেনেজুয়েলার বিরুদ্ধে একটি প্রদর্শনী ম্যাচ খেলতে এসেছিলেন, তখনও আন্তর্জাতিক ফুটবলে কোনও ট্রফি জয় করেননি তিনি। কিন্তু আজকের মেসি অনেকটাই আলাদা—কোপা আমেরিকা, ফাইনালিসিমা এবং বিশ্বকাপজয়ী এই তারকার নাম সর্বকালের সেরাদের সঙ্গে উচ্চারিত হয়।
যদি সব পরিকল্পনা সফল হয়, তবে এক দশকেরও বেশি সময় পর ফের ভারতের মাটিতে দেখা যেতে পারে ফুটবল জাদুকর লিওনেল মেসিকে। সোশাল মিডিয়ায় মেসির সঙ্গে নিজের ছবি পোস্ট করে শাহরুখ খানের সংলাপ মনে করিয়ে শতদ্রু লিখেছেন, ‘অন্তর থেকে কিছু চাইলে গোটা দুনিয়া তোমাকে সেই জিনিস পাইয়ে দেওয়ার চেষ্টা করবে।’ শুক্রবার সোশাল মিডিয়ায় মেসির সঙ্গে শতদ্রু একাধিক ছবি পোস্ট হতেই দুইয়ে দুইয়ে চার করছেন ফুটবলপ্রেমীরা। এরপরেই জল্পনা শুরু হয়েছে, তাহলে কি কলকাতায় আসছেন বিশ্ব ফুটবলের অন্যতম তারকা লিওনেল মেসি।