সম্প্রতি নিউজিল্যান্ড সফরে গিয়েছিল পাকিস্তান ক্রিকেট দল। তারা নিউজিল্যান্ডে গিয়ে একেবারে ল্যাজেগোবরে হয়েছে। শোচনীয় ভাবে হারতে হয়েছে তাদের। ওয়ানডে সিরিজে ০-৩ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে পাক ব্রিগেড। আর এহেন পরাজয়ের পর তীব্র সমালোচনার মুখে পড়েছে পাকিস্তান টিম।
এর মাঝেই আরও বড় বিপর্যয় নেমে এসেছে মিন ইন গ্রিনের উপর। আইসিসি-র শাস্তির কবলে পড়েছে পাকিস্তান ক্রিকেট টিম। যার জেরে, তৃতীয় ওয়ানডে-র ম্যাচ ফি থেকে কেটে নেওয়া হয়েছে ৫ শতাংশ। আসলে, বে ওভালে অনুষ্ঠিত তৃতীয় ম্যাচে স্লো ওভার রেটের জন্য দোষী সাব্যস্ত হয় পাকিস্তান টিম। যে কারণে শাস্তির কবলে পড়তে হয়েছে তাদের।
টানা তৃতীয় বার একই শাস্তি পেল পাক ব্রিগেড
পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যে তৃতীয় ওয়ানডে-তে মাঠে আম্পায়ারিং করা ক্রিস ব্রাউন এবং পল রাইফেল ছাড়াও তৃতীয় আম্পায়ার মাইকেল গফ এবং চতুর্থ আম্পায়ার ওয়েন নাইটস স্লো ওভার-রেটের জন্য দোষী সাব্যস্ত করেছে পাক ব্রিগেডকে। মহম্মদ রিজওয়ানের নেতৃত্বাধীন দল নির্ধারিত সময়ের চেয়ে এক ওভার পিছিয়ে ছিল। রিজওয়ান তাঁর ভুল স্বীকার করে নেন, এর পর আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি জেফ ক্রো পাকিস্তানকে জরিমানা করেন।
ওয়ানডে সিরিজে টানা তৃতীয় বারের মতো একই ভুলের শাস্তি পেল পাকিস্তান টিম। এর আগেও দু’টি ম্যাচে স্লো ওভার রেটের জন্য জরিমানা করা হয়েছিল পাকিস্তানকে। আইসিসির বিবৃতি দিয়ে বলছে, ‘স্লো ওভাররেটের জন্য ক্রিকেটারদের ৫ শতাংশ জরিমানা করা হল। এটা সবাইকেই মানতে হবে।’
কিউয়িদের বিরুদ্ধে পাকিস্তানের লজ্জাজনক পারফরম্যান্স
নিউজিল্যান্ড সফরে, পাকিস্তান দল ১৬ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এবং ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছে। এই সময়ে পাকিস্তানি দলের পারফরম্যান্স ছিল খুবই লজ্জাজনক। পুরো সফরে তারা মাত্র একটি টি-টোয়েন্টি ম্যাচ জিততে পেরেছে। কিউয়ি দল প্রথমে টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেয়। এর পর ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে হারায় বাবর আজমদের। টি২০ হোক বা ওডিআই, পাকিস্তানের মধ্যে থেকে লড়াকু মানসিকতাটাই যেন কোথায় হারিয়ে গিয়েছে।
শুধু তাই নয়, ওয়ানডে সিরিজ হারার পর, রিজওয়ান বলেছেন, সকলে পিএসএল উপভোগ করবেন। এর পরই শুরু হয়েছে নতুন বিতর্ক। তাঁর এই বক্তব্যের ব্যাপক সমালোচনা হয়েছে। তিনি দাবি করেছিলেন, ‘এই সিরিজের হার, আমরা ভুলে গিয়ে, এখন আমরা পিএসএলে নজর দেব। পিএসএল পাকিস্তানের জন্য একটি বড় টুর্নামেন্ট। আশা করি, আমরা সেখানে ভালো পারফর্ম করব।’ পাকিস্তানি ভক্তরা এই বক্তব্যের জন্য রিজওয়ানকে একেবারে ধুইয়ে দিয়েছেন। এবং তাঁকে নির্লজ্জ বলেও অভিহিত করেছেন।