বন্ধ ফ্ল্যাটে উদ্ধার মহিলার পচাগলা দেহ

Spread the love

আবার মহিলার মৃতদেহ উদ্ধার। এবারও কেন্দ্রস্থল দক্ষিণ কলকাতা। এই ঘটনা প্রকাশ্যে আসায় ব্যাপক আলোড়ন ছড়িয়ে পড়েছে। কারণ ওই ফ্ল্যাট থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। সেই গন্ধ পেয়েই স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেয়। পুলিশ এসে ওই ফ্ল্যাটে ঢুকতেই চমকে যায়। কারণ সেখানে মহিলার দেহ পড়েছিল। উদ্ধার করা হয় তখন ওই মহিলার পচাগলা মৃতদেহ। আজ শুক্রবার এই মৃতদেহ উদ্ধার করার ঘটনায় গোটা এলাকায় জোর চর্চা শুরু হয়েছে। এখন প্রশ্ন উঠছে, এটা খুন নাকি আত্মহত্যা?‌ জানার চেষ্টায় তদন্তে নেমেছে পুলিশ।

দক্ষিণ কলকাতার বিজয়গড় এলাকায় ফ্ল্যাট থেকে ওই মহিলার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, মৃত মহিলার নাম শ্রেয়সী ঘোষ (৪১)। ‘খুন’ করা হয়েছে বলে স্থানীয় বাসিন্দাদের দাবি। যদিও দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। সেখান থেকে রিপোর্ট এলে তবেই সঠিক মৃত্যুর কারণ বোঝা যাবে। তবে প্রতিবেশীদের সঙ্গে কথা বলছে পুলিশ। স্থানীয় বাসিন্দাদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার মধ্যেই নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। বিজয়গড় এলাকা সাধারণত পশ এলাকা। এখানে বহু প্রভাবশালী মানুষের বসবাস। সেখানে এমন ঘটনা নানা প্রশ্ন তুলে দিয়েছে।

স্থানীয় সূত্রে খবর, বিজয়গড় এলাকার এই ফ্ল্যাটে ভাড়া থাকতেন ওই মহিলা। খুব কম কথা বলতেন। মাঝেমধ্যে কথা বললেও বেশি কিছু জানা যেত না। এই আবহে গত দু’দিন ধরে ওই ফ্ল্যাটের দরজা জানলা বন্ধ দেখা গিয়েছিল। সেসব প্রতিবেশীদের চোখে পড়লেও কেউ খুব একটা কৌতূহল দেখাননি। অনেকেই ভেবেছিলেন ফ্ল্যাটে নেই ওই মহিলা শ্রেয়সী ঘোষ। গতকাল যখন এলাকায় একটি পচা গন্ধ বের হতে শুরু করেছিল তখন পুলিশে খবর দেওয়া হয়। সন্দেহ করা হচ্ছিল কিছু একটা ঘটেছে। আজ শুক্রবার ওই দুর্গন্ধ বাড়তে শুরু করেছিল। এলাকার বাসিন্দারা তখন বিপদের অনুমান করে খবর দেন পুলিশে। পুলিশ এসে ওই ফ্ল্যাট থেকে গন্ধ বার হচ্ছে বলে ভিতরে যায়। আর দেখতে পায় মহিলার পচাগলা মৃতদেহ।

তবে ফ্ল্যাটের দরজা ভিতর থেকে বন্ধ থাকায় তা ভেঙে ভিতরে ঢুকতে হয়। ঘরের মধ্যেই মেঝেতে পড়ে থাকতে দেখা যায় ওই মহিলা শ্রেয়সী ঘোষকে। মৃতের শরীরে পচন ধরেছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ ওই মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। খুন নাকি আত্মহত্যা?‌ এই প্রশ্নই এখন বড় করে দেখা দিয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, ওই মহিলার মৃত্যু দু’‌দিন আগেই হয়েছে। ফ্ল্যাটের তল্লাশি করে মৃতার মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এখন তা খতিয়ে দেখা হচ্ছে। এখন মৃতার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তদন্তের স্বার্থে এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *