বালুরঘাটে ধসল আত্রেয়ী নদীর বাঁধের পাশের মাটি

Spread the love

দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে আত্রেয়ী নদীর ওপর বাঁধের পাশের মাটি ধরে বিপত্তি। রবিবার রাত থেকে এই ঘটনার জেরে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে বালুরঘাট লাগোয়া চকভৃগু এলাকায়। ওদিকে একেই ‘বাঁধ ভেঙে গিয়েছে’ বলে দাবি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা স্থানীয় সাংসদ সুকান্ত মজুমদার। একই সঙ্গে এই ঘটনার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের দুর্নীতিতে দাবি করেছেন তিনি। 

চকভৃগু এলাকায় বছর দুয়েক আগে আত্রেয়ী নদীর ওপর ওই বাঁধটি তৈরি করেছিল রাজ্য সরকার। বাঁধের নীল সাদা রং এখনও চকচক করছে। তারই মধ্যে রবিবার রাত থেকে বাঁধের ডান দিকের স্পার ধসে যেতে থাকে। রাত বাড়লে বাঁধের পাশ থেকে ধুয়ে যায় বেশ কিছুটা মাটি। সেই জায়গা দিয়ে বেরিয়ে যেতে থাকে জল। এতে আতঙ্ক ছড়ায় এলাকাবাসীদের মধ্যে। খবর পেয়ে সকালে ঘটনাস্থলে পৌঁছন সেচ দফতরের আধিকারিকরা। বালির বস্তা ফেলে দ্রুত দলের প্রবাহ বন্ধ করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন তাঁরা। 

ওদিকে এই ঘটনাকে বাঁধ ভেঙে গিয়েছে বলে দাবি করে সোশ্যাল মিডিয়ায় সুকান্তবাবু লিখেছেন, ‘মাননীয়ার অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গে উন্নয়ন আর বিপর্যয় সমার্থক! বছর দুয়েক আগে বালুরঘাটে আত্রেয়ী নদীর উপর ড্যাম তৈরি করেছিল রাজ্য সরকার। কিন্তু সেখানেও বিপর্যয়। আকস্মিকভাবেই সেই ড্যামও ভেঙ্গে গেল। ঘটনার পর থেকেই যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় মানুষজন। ব্যর্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে যে কায়দায় সর্বত্র প্রতিষ্ঠানিক লুঠ চলছে, তাতে স্পষ্ট আগামী বছর  পশ্চিমবঙ্গের মানুষই তাঁর লুঠের সরকারও ভেঙ্গে গুঁড়িয়ে দেবেন।’ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *