বিরাট কোহলির সতীর্থ এবার আইপিএলের আম্পায়ার

Spread the love

২০০৮ সালে ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের প্রসঙ্গ উঠলে সবার আগে শোনা যায় বিরাট কোহলির নাম। কেননা সেবার ভারতীয় দলের ক্যাপ্টেন ছিলেন কোহলি। তাঁর হাতেই ওঠে যুব বিশ্বকাপের ট্রফি। তবে অনেকেরই হয়তো মনে নেই যে, ভারতকে বিশ্বকাপ জেতাতে ব্যাট হাতে সব থেকে বড় ভূমিকা নেন অন্য একজন, বিরাট কোহলি নন।

উল্লেখযোগ্য বিষয় হল, বিরাটের সেই সতীর্থ এবার আইপিএলে ফিরছেন। এবার বিরাট চাইলেও কোনও নির্দেশ দিতে পারবেন না তাঁকে। বরং তাঁর নির্দেশ পালন করতে হবে কোহলিকে। একদা ভারতকে যুব বিশ্বকাপ জেতানো কোহলির সতীর্থ তন্ময় শ্রীবাস্তব এবার আম্পায়ারের ভূমিকা পালন করবেন ইন্ডিয়ান প্রিমিয়র লিগে।

২০০৮ সালের যুব বিশ্বকাপে শুধু ভারতের হয়েই নয়, বরং টুর্নামেন্টের সব ক্রিকেটারের মধ্যে সব থেকে বেশি রান সংগ্রহ করেন তন্ময় শ্রীবাস্তব। তিনি ৬টি ম্যাচে ব্যাট করে ৫২.৪০ গড়ে সংগ্রহ করেন ২৬২ রান। হাফ-সেঞ্চুরি করেন ২টি। টুর্নামেন্টে তন্ময়ের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ছিল অপরাজিত ৮৩ রানের। এমনকি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফাইনালেও ভারতের হয়ে সব থেকে বেশি ৪৬ রান করেন তন্ময়। কোহলি ফাইনালে মোটে ১৯ রান করে আউট হন। বিরাট সারা টুর্নামেন্টে সংগ্রহ করেন ২৩৫ রান।

পালে হাওয়া পায়নি তন্ময়ের আইপিএল কেরিয়ার

যুব বিশ্বকাপের পরে কোহলির মতো আইপিএলের দরজা খুলে যায় তন্ময়ের সামনেও। তবে ২০০৮ ও ২০০৯, দু’বছরে মোটে ৭টি আইপিএল ম্যাচ খেলার সুযোগ হয় তাঁর। ডেকান চার্জার্স ও কিংস ইলেভেন পঞ্জাব শিবিরে থেকেও নজর কাড়তে না পারায় শেষ হয়ে যায় তন্ময়ের আইপিএল কেরিয়ার। কোহলি পরে জাতীয় দলে নিজেকে প্রতিষ্ঠিক করলেও তন্ময় কখনও দেশের হয়ে সিনিয়র পর্যায়ে মাঠে নামার সুযোগ পাননি।

তন্ময়ের ঘরোয়া কেরিয়ার রীতিমতো ঝকঝকে। তিনি ৯০টি ফার্স্ট ক্লাস ম্যাচে ১০টি সেঞ্চুরি ও ২৭টি অর্ধশতরান-সহ ৪৯১৮ রান সংগ্রহ করেন। ৪৪টি লিস্ট-এ ম্যাচে মাঠে নেমে ৭টি শতরান ও ১০টি অর্ধশতরান-সহ ১৭২৮ রান সংগ্রহ করেন শ্রীবাস্তব। তন্ময় ৩৪টি টি-২০ ম্যাচ খেলে সংগ্রহ করেন সাকুল্যে ৬৪৯ রান। হাফ-সেঞ্চুরি করেন ৪টি।

উত্তরপ্রদেশের এই বাঁ-হাতি ব্যাটার মাত্র ৩০ বছর বয়সেই খেলা ছাড়ার সিদ্ধান্ত নেন। ২০২০ সালে পেশাদার ক্রিকেট থেকে অবসর নিয়ে আম্পায়ারিংয়ে কেরিয়ার তৈরিতে মনোনিবেশ করেন এবং সফলও হন। ঘরোয়া ক্রিকেটে সাফল্যের সঙ্গে আম্পায়ারিং করার পরে তন্ময় এবার ঢুকে পড়েন আইপিএলের আঙিনায়। উত্তরপ্রদেশ ক্রিকেট সংস্থার তরফেই সোশ্যাল মিডিয়ায় জানানো হয় এই খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *