মাওবাদীদের পেতে রাখা আইইডি বিস্ফোরণে প্রাণ গেল এক জওয়ানের। তিনি ছত্তিশগড় সশস্ত্র বাহিনী (ক্যাফ)-এর সদস্য ছিলেন বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আজ (সোমবার – ২১ এপ্রিল, ২০২৫) মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের বিজাপুর জেলায়।
সংশ্লিষ্ট এক আধিকারিক জানিয়েছেন, বিস্ফোরণের ঘটনাটি ঘটে টয়নার এবং ফার্সিগড় গ্রামের মাঝামাঝি এলাকায়। সেখানে একটি সড়ক নির্মাণের কাজ চলছিল। সেখানেই টহলদারি চলাকালীন বিস্ফোরণের কবলে পড়ে প্রাণ যায় ওই জওয়ানের। নির্মাণকাজে সুরক্ষা প্রদান করতেই এই নজরদারি চালানো হচ্ছিল।
তিনি আরও জানিয়েছেন, নিহত জওয়ানের নাম মনোজ পূজারী। ২৬ বছরের মনোজ ক্য়াফ-এর ১৯তম ব্যাটালিয়নের কনস্টেবল পদে কর্মরত ছিলেন।
প্রসঙ্গত, ছত্তিশগড়ে এমন ঘটনা নতুন কিছু নয়। জঙ্গলের পথে প্রায়ই আইইডি পুঁতে রাখে মাওবাদীরা। সেসবে পা পড়ে আগেও নিরাপত্তাবাহিনীর সদস্যদের শহিদ হতে হয়েছে। এমনকী, বহু গ্রামবাসীকেও এভাবে তাঁদের প্রাণ বিসর্জন দিতে হয়েছে।
গত ৯ এপ্রিল (২০২৫) বিজাপুরে একই ধরনের একটি বিস্ফোরণ হয়েছিল। তাতে এক সিআরপিএফ জওয়ান জখম হন। তারও আগে গত ৪ এপ্রিল নারায়ণপুরে এমনই একটি বিস্ফোরণে প্রাণ যায় ২৫ বছরের এক যুবকের। সেই ঘটনায় আহত হন আরও একজন।