সাড়ে চার বছরের ইউভানের মিষ্টি একটা ভিডিয়ো শেয়ার করলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। কাজের থেকে ছুটি মিললেই, ফাঁকা সময়টা পরবারের সঙ্গে কাটান রাজ আর শুভশ্রী দুজনেই। এবার যে ভিডিয়ো শেয়ার করলেন অভিনেত্রী ইউভানের, সেখানে খুদেকে পাওয় গেল একেবারে যুদ্ধং দেহি মেজাজে।
গদা হাতে লড়াইয়ে ব্যস্ত ইয়ালিনির দাদা। আবার এই লড়াই তার চলছে যদিও পর্দার সঙ্গে। আসলে ইউভান রবিবার সকালে হনুমানজি সেজেছে। আর তাই হয়তো গদা হাতে লড়াই! মাম্মার প্রশ্নে, শুধু হনুমানজি সাজার কথাই জানাল না খুদে, সঙ্গে আবার হনুমান চল্লিশা বলেও শোনাল সে। আধো উচ্চারণেই পরপর বলে গেল হনুমান চল্লিশা। ‘মাই বীর’ ক্যপশনে ভিডিয়োটি দিলেন শুভশ্রী। সঙ্গে রেড হার্ট ইমোজি।
এক সাক্ষাৎকারে শুভশ্রীকে বলতে শোনা গিয়েছিল, ‘একদিন ইউভান আমাকে এসে বলল, ‘তুমি না আমি ওর মাম্মা। আমি ওকে সব করাব। ওর ন্যাপি চেঞ্জ করব, খাওয়াব, ওকে ঘুরতে নিয়ে যাব। ওকে টেক কেয়ার করব। ও তো আমার জান’। ওইটুকু বাচ্চার মুখে এমন কথা শুনে আমি তো পুরো অবাক।’
আপাতত হাতে পরপর কাজ শুভশ্রীর। তাঁকে শেষ যে সিনেমাগুলিতে দেখা গিয়েছে তা হল ববলি, সন্তান। বর্তমানে ডান্স বাংলা ডান্স দিয়ে ব্যস্ত। এই নিয়ে দ্বিতীয়বার বসেছেন নাচের এই রিয়েলিটি শো-তে বিচারকের আসনে।
সঙ্গে চলছে সৃজিত মুখোপাধ্যায়ের ‘বিনোদিনী’ হয়ে ওঠার প্রস্তুতিও। রাণা সরকার প্রযোজিত লহ গৌরাঙ্গের নাম রে-তে বিনোদিনী হিসেবে দেখা মিলবে শুভশ্রীর। একইসঙ্গে মুক্তির কথা চলছে তাঁর ও দেবের ছবি ধুমকেতুরও। অর্থাৎ ব্যস্ততা তুঙ্গে। তবে যতই কাজ থাক না কেন, সন্তানরা তাঁর কাছে সবার আগে। তাই তো ইনস্টাগ্রাম বায়োতে জ্বলজ্বল করে ‘প্রাউড মাম্মা’।