বাংলার তৃণমূল স্তরে ফুটবলের উন্নয়নে ইংল্যান্ডের খ্যাতনামা ক্লাবের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছে টেকনো ইন্ডিয়া গ্রুপ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) লন্ডন সফর চলাকালীনই ম্যাঞ্চেস্টার সিটি ফুটবল স্কুলের সঙ্গে টেকনো ইন্ডিয়া গ্রুপের ফুটবল ক্লাবের চুক্তি স্বাক্ষরিত হতে চলেছে।
মুখ্যমন্ত্রী ২২ মার্চ লন্ডন সফরে যাচ্ছেন। প্রতিদিন সংবাদের এক রিপোর্টে বলা হয়েছে কিছুদিন আগে ম্যাঞ্চেস্টার সিটি ক্লাবের পক্ষ থেকে তাঁকে আমন্ত্রণ জানিয়ে একটি চিঠি পাঠানো হয়। সেই চিঠিতে তাঁকে ক্লাবের লন্ডন অফিস পরিদর্শন করার অনুরোধ জানানো হয় এবং একইসঙ্গে টেকনো ইন্ডিয়া গ্রুপের সঙ্গে চুক্তি স্বাক্ষরের সময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়।
ওই চিঠিতে কমিউনিটি উন্নয়ন উদ্যোগ এবং তৃণমূল স্তরে ফুটবলের প্রসারের বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে। এই বিষয়গুলি নিয়ে ক্লাবের কর্মকর্তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় আগ্রহী। বাংলার ফুটবল উন্নয়নের প্রসঙ্গ আন্তর্জাতিক স্তরে পৌঁছে গিয়েছে, এটি সেই চিঠি থেকেই স্পষ্ট।
তবে, মুখ্যমন্ত্রীর এবারের সফর ঠাসা কর্মসূচিতে ভরা। সেজন্য তিনি ম্যাঞ্চেস্টার সিটি ফুটবল ক্লাবের ডিরেক্টর-পার্টনার (স্কুলস) জনাথন স্মিথকে চিঠি দিয়ে জানিয়েছেন, ‘আপনাদের আমন্ত্রণের জন্য ধন্যবাদ। বিশ্ব ফুটবলে ম্যাঞ্চেস্টার সিটি একটি উজ্জ্বল নাম। ফুটবল খেলার প্রতি আমাদের গভীর অনুরাগ রয়েছে। কলকাতা ও ম্যানঞ্চেস্টার সিটির মধ্যে ফুটবল সংযোগ গড়ে ওঠা নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।
তবে লন্ডনে আমার সময় সীমিত থাকায় এবার আপনাদের অফিসে যাওয়া সম্ভব হচ্ছে না। আগামী ২৫ মার্চ লন্ডনে একটি বাণিজ্য সম্মেলন রয়েছে। আমি আনন্দিত হব যদি আপনারা সেখানে আসেন, তাহলে সেখানেই টেকনো ইন্ডিয়া গ্রুপের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হতে পারে।’
উল্লেখ্য, টেকনো ইন্ডিয়া গ্রুপের উদ্যোগে পশ্চিমবঙ্গে একটি ফুটবল স্কুল স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এজন্য ইংল্যান্ডের অন্যতম সফল ফুটবল ক্লাব ম্যাঞ্চেস্টার সিটির সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সম্পাদিত হতে চলেছে। বর্তমানে ইউরোপীয় ক্লাব ফুটবলে সাফল্যের নিরিখে ম্যানচেস্টার সিটির নাম শীর্ষ স্থানে উচ্চারিত হয়। এই চুক্তির মাধ্যমে বাংলার ফুটবল উন্নয়নে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।