‘মুসকানের হাত ধরে অচৈতন্য সৌরভের হার্ট বরাবর তিন কোপ’

Spread the love

মিরাটে সৌরভ রাজপুত হত্যাকাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসতে শুরু করেছে। বেশ কিছু রিপোর্ট দাবি করছে, স্বামী সৌরভকে(Saurabh Rajput) হত্যার সময় ছুরি হাতে নিয়ে খানিকটা হতভম্ব ছিল স্ত্রী মুসকান(Muskan Rastogi)। সামনে তখন পড়ে রয়েছে স্বামী সৌরভের অচৈতন্য দেহ। ধুকপুক করছে তাঁর হৃদপিণ্ড। এমন সময়ই মুসকানকে তাঁর প্রেমিক সাহিল, ছুরি দিয়ে সৌরভের হৃদপিণ্ডে তিনটি কোপ বসাতে বলে। এমনই একাধিক চাঞ্চল্যকর তথ্য এই হত্যাকাণ্ড ঘিরে উঠে আসে।

মিরাটের নারকীয় এই হত্যাকাণ্ডে ময়নাতদন্তের পর জানা গিয়েছে, মৃত সৌরভের হৃদপিণ্ডে ৩ টি পর পর ছুরিকাঘাত ছিল। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, পুলিশ সূত্রের খবর,’ মুসকান যখন ছুরি হাতে নিয়ে কী করবে বুঝতে পারছিল না, তখন সাহিল তার হাত ধরে এবং অচৈতন্য সৌরভের হার্ট বরাবর তিনবার কোপ দেওয়ায়।’ ময়নাতদন্তে সৌরভ রাজপুতের ঘাড় কাটা, পা কেটে ফেলা এবং ধড় টুকরো টুকরো করে ফেলার প্রমাণ পাওয়া গিয়েছে, এই প্রক্রিয়ার সাথে জড়িত চিকিৎসকরা জানিয়েছেন, এই ঘটনা গোটা দে কে হতবাক করে দেওয়ার মতো। ময়নাতদন্ত বলছে, গ্রোফতারির প্রায় ১২ দিন আগে সৌরভকে খুন করে সাহিল ও মুসকান। নিউজ ১৮র রিপোর্টে বলা হচ্ছে, মৃত সৌরভের দাঁত নড়ে যাওয়ার মতো অবস্থায় ছিল, ত্বক আলগা হচ্ছিল। ডাঃ কাটারিয়া বলেন, সৌরভ রাজপুতের শরীরে ভেজা সিমেন্ট ঢেলে ত্বকের ক্ষতি করার চেষ্টার চিহ্ন দেখা গিয়েছে। তিনি আরও বলেন, নিহতের শরীরের নড়বড়ে দাঁত এবং আলগা চামড়া ছিল। 

এদিকে, জানা যাচ্ছে, খুনের পর মানালি গিয়েছিল সাহিল ও মুসকান। সেখানে গিয়ে তারা হোলির পার্টি উদযাপন করে। দু’জনের ১২ সেকেন্ডের একটি ভিডিয়ো সদ্য প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, মুসকান নিজের হাতে কেক খাওয়াচ্ছে সাহিলকে। তারপর মুসকানের হাতে চুম্বন করতে দেখা যায় সাহিলকে। এই নিয়ে ১২ সেকেন্ডের একটি ক্লিপও প্রকাশ্যে এসেছে। জানা যাচ্ছে, ১২ দিনের জন্য মানালির ট্রিপে গিয়েছিল সাহিল ও মুসকান। সেখানেও রঙ মেখে হোলির পার্টিতে অংশ নিতে দেখা যায় তাদের। এদিকে, সৌরভের ভাই গত ১৮ মার্চ সৌরভদের ইন্দিরানগরের বাড়ি যায়। সেখানে গিয়ে মুসকানকে সাহিলের সঙ্গে দেখে সে। তখনই প্রশ্ন করে সৌরভের ভাই। মুসকানের জবাবে কিছুটা সন্দেহ হয় তাঁর। এরপরই সৌরভের বাড়ির লোকজন পুলিশের দ্বারস্থ হন। প্রসঙ্গত, সৌরভ রাজপুতকো খুন করে দেহের ১৫ খণ্ড করে তা ড্রামে ঢুকিয়ে তা সিমেন্ট দিয়ে সিল করা হয়। সেই ঘটনায় অভিযুক্ত স্ত্রী মুসকান ও তার প্রেমিক সাহিলকে গ্রেফতার করেছে পুলিশ।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *