মনের মানুষের হাত ধরে পালিয়ে গেছে মেয়ে, কিছুতেই মানতে পারছে না বাড়ির লোক। প্রেমিকের হাত ধরে কেন পালিয়ে যাবে মেয়ে? লজ্জায় মাথা কাটা গেছে পরিবারের সদস্যদের। যার কারণে এক অদ্ভুত সিদ্ধান্ত নিল পরিবারের লোকজন।মেয়ে পরিবারের অমতে বিয়ে করেছে । আর তার জীবদ্দশাতেই শ্রাদ্ধানুষ্ঠান সারলেন মেয়ের বাবা,মা। শনিবার এমনই ঘটনা ঘটেছে উত্তর দিনাজপুরের চোপড়ার সোনাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, তাদের মেয়ে তাদের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করায় এই সিদ্ধান্ত নিয়েছেন। তারা মনে করেন, তাদের মেয়ে পরিবারের সামাজিক মর্যাদা ও সম্মান নষ্ট করেছে।যার কারণে পাড়ায় মুখ দেখাতে নাকি তারা পারবেন না।তাই তারা মেয়েকে মৃত মেনে শ্রাদ্ধক্রিয়াদির মতনই আত্মার শান্তির জন্য প্রার্থনা করেন পাশাপাশি মেয়ের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেন তারা।হিন্দু রীতি অনুযায়ী শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করে মানুষজনকে খাওয়া দাওয়া করান।
https://www.facebook.com/share/v/1AGNPLPDfy
সম্পূর্ণ রীতি মেনে পুরোহিত মন্ত্র পাঠ করে শ্রাদ্ধ অনুষ্ঠান করেন।সাথে গ্রামবাসী ও আত্মীয়-স্বজন সবাইকে পেট পুরে খাওয়া-দাওয়া করান।
আর এই অনুষ্ঠানে গ্রামবাসীরা সকলেই খেতে আসেন। জানা যায়, গত ৯ ই মার্চ প্রেমিকের হাত ধরে বাড়ি থেকে পালিয়ে যায় যুবতী। তারা পালিয়ে বিয়েও করেন। তবে সবটাই পরিবারের অমতে। আর তার কারণে এমন কঠিন সিদ্ধান্ত বাড়ির লোকের। যদিও আজকালকার যুগে এমন ঘটনা সত্যি বিরল।
এই ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা বাংলাকে।যেখানে মানুষজন এত আধুনিক হয়েছে,সেখানে মেয়ে পালিয়ে গিয়ে বিয়ে করায় তার শ্রাদ্ধ, সত্যি বিরল থেকে বিরলতম ঘটনা।