রাজ্য সভাপতির দৌড়ে কি দিলীপ ঘোষও?

Spread the love

মঙ্গলবার আচমকাই বিধানসভায় হাজির দিলীপ ঘোষ(Dilip Ghosh)। বিজেপির লড়াকু নেতা হিসাবেই তিনি পরিচিত ছিলেন। কিন্তু এখন তিনি বঙ্গ বিজেপির কোনও পদেই নেই। জনপ্রতিনিধিও নন তিনি। তবে তিনি বিধানসভায় গিয়ে বিজেপি বিধায়কদের সঙ্গে দেখা করার পরেই একেবারে ঐক্যবদ্ধভাবে সকলে মিলে লড়াই করার কথা জানান।

তবে এসবের মধ্য়েই দিলীপ ঘোষকে ঘিরে নতুন নানা জল্পনা ছড়াতে থাকে। এদিকে সোমবারই দিল্লিতে গিয়ে বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বাসভবনে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তারপরই আবার বিধানসভায় এলেন দিলীপ ঘোষ। সেখানে শুভেন্দু অধিকারী তাঁকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।

তবে কি এবার রাজ্য সভাপতি হওয়ার দৌড়ে আছেন দিলীপ ঘোষও?

এবিপি আনন্দে এনিয়ে মুখ খুলেছেন তিনি।

দিলীপ ঘোষ(Dilip Ghosh) বলেন, আমি কোনও পদে নেই। পার্টির সাধারণ কর্মী।

দিলীপ ঘোষ অকপট জানিয়ে দেন, আমি কোনও দৌড়ে নেই, লড়াইতে আছি। এখানে পরিবর্তন করতে হবে। সেই লডা়ইতে আছি। জানালেন দিলীপ ঘোষ।

এবার প্রশ্ন করা হয়েছিল, আপনার মতামত যদি চাওয়া হয় রাজ্য সভাপতি হিসাবে কে একেবারে যোগ্য?

দিলীপ বলেন, যে কোনও একজন পার্টির কর্মীকে দাঁড় করিয়ে দিলেই তিনি ফিটেস্ট। পুরো পার্টি লড়াই করে।

তবে কি ব্যক্তি গুরুত্বপূর্ণ নয়?

দিলীপ ঘোষ বলেন, ব্যক্তির গুরুত্ব থাকেই। নরেন্দ্র মোদীর(Narendra Modi) গুরুত্ব আছে। এটা বিরোধীরাও মানেন। …তবে ভারতীয় জনতা পার্টি কোনও ব্য়ক্তির উপর ভর করে আসেনি। এর আগেও হয়েছে। আগামী দিনেও হবে। নেতৃত্ব আমরা তৈরি করি। তারা পার্টিকে জেতায়।

সুকান্ত মজুমদারের বাসভবনে সকলে গেলেন অথচ দিলীপ ঘোষ নেই, তবে তিনি অবশ্য এখন এমপি নেই..

দিলীপ ঘোষ বলেন, আমি কোনও পদাধিকারী নই, সাধারণ মেম্বার। পার্টি যেখানে ডাকে, যেখানে যেতে বলে সেখানে আমি যাই এর বাইরে আমি যাই না। মুখ দেখিয়ে বেড়াই না, ধর্নাও দিই না কারোর বাড়ির সামনে। হাতজোড় করে দাঁড়াই না।পেটের জন্য আমি রাজনীতি করি না। একেবারে স্পষ্ট জবাব দিলীপ ঘোষের।

রাজনৈতিক মহলের মতে, বরাবরই সাদাকে সাদা আর কালোকে কালো বলতে অভ্যস্ত দিলীপ ঘোষ। উঠে এসেছেন আরএসএস থেকে। এরপর বিজেপি। কার্যত আদি বিজেপি। একেবারে সামনের সারিতে থেকে লড়াই করেছেন। লড়াই থেকে সরে আসেননি। পদে নেই। বঙ্গ বিজেপির অন্দরেও কোণঠাসা। তবে কি এখন অভিমানী দিলীপ ঘোষ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *