রামচন্দ্রের জন্মভূমি অযোধ্যায় অনেক আগে থেকেই শুরু হয়ে গিয়েছে রামনবমীর প্রস্তুতি। রামনবমীর দিনেই অযোধ্যার রামমন্দিরে অনুষ্ঠিত হবে বেশ কয়েকটি অনুষ্ঠান। এর মধ্যে অন্যতম উল্লেখযোগ্য রামলালার সূর্য তিলক অনুষ্ঠান। রবিবার বেলা বারোটায় অনুষ্ঠিত হল এই বিশেষ অনুষ্ঠান। আইআইটি-র গবেষকদের বিশেষ প্রযুক্তিতে তৈরি এই সূূর্য তিলক। সূর্যরশ্মি লেন্সের মাধ্যমে সরাসরি প্রতিফলিত হয় রামলালার ললাটদেশে। তৈরি হয় বিশেষ তিলক।
সূর্য তিলক কীভাবে নির্মিত?
সূর্য তিলক প্রক্রিয়াটি রুরকির সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট (সিবিআরআই) এর বিজ্ঞানীরা ডিজাইন করেছেন। একটি গিয়ারবক্স, লেন্স ও প্রতিফলকের সাহায্যে নির্মাণ করা হয়েছে এই বিশেষ প্রযুক্তি। প্রযুক্তিটি এমনভাবেই তৈরি যে প্রতি বছর রামনবমীতে দুপুর ছয় মিনিটের জন্য রামলালার ললাটে সূর্যের তিলক এঁকে দেবে সূর্যরশ্মি।
সূর্য তিলক উৎসবের সময়সূচি
- সকাল ৯:৩০ থেকে ১০:৩০: রাম লালার অভিষেক।
- সকাল ১০:৩০ থেকে ১০:৪০: পর্দা বন্ধ থাকে।
- সকাল ১০:৪০ থেকে ১১:৪৫: পর্দা খোলে, তারপর ভোগ নিবেদন।
- দুপুর ১২:০০: সূর্য তিলক এবং ভগবান রামের প্রতীকী জন্ম।
- কোথায় দেখা যাবে সূর্যতিলক অনুষ্ঠান?
- অযোধ্যার রামমন্দিরের সূর্যতিলক অনুষ্ঠান দেশের জাতীয় সম্প্রচারক চ্যানেল দূরদর্শনে সরাসরি সম্প্রচার করা হবে। রাম মন্দির ট্রাস্ট পরিচালিত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও এটি সরাসরি সম্প্রচার করা হবে। অযোধ্যায় রয়েছেন কিন্তু মন্দিরে পৌঁছাতে পারেননি এমন ব্যক্তির জন্য শহরের বিভিন্ন এলাকা থাকা এলইডি স্ক্রিনে অনুষ্ঠানটি প্রদর্শিত হবে।
- ভারতের অন্যান্য মন্দিরে সূর্য তিলকের উপস্থিতি
- ভারতের অন্যান্য বেশ কিছু মন্দিরেও সূর্য তিলক প্রক্রিয়ার উপস্থিতি রয়েছে। যেমন কোনার্কের মন্দিরে ও বিভিন্ন জৈন মন্দিরগুলিতে রয়েছে এই বিশেষ প্রক্রিয়া রয়েছে। তবে সেখানে অন্য ধরনের প্রযুক্তি ব্যবহার করে সূর্যের আলোর প্রতিফলন তৈরি করা হয়।