রামনবমীতে সিউড়িতে অস্ত্রমিছিল। আর সেই মিছিলেই দেখা গেল প্লাস্টিকের স্বয়ংক্রিয় খেলনা বন্দুক। রবিবার রামনবমীর মিছিলে বন্দুক নিয়ে হাঁটার খবর পেয়েই তৎপর হয় পুলিশ। মিছিল থেকে প্লাস্টিকের খেলনা বন্দুকগুলি বাজেয়াপ্ত করে নিয়ে যায় তারা।
রামনবমী উপলক্ষে রবিহার গেরুয়া রঙে ঢাকা পড়ে গিয়েছিল গোটা সিউড়ি শহর। এমনকী রামনবমীর মিছিলে হাঁটতে দেখা যায় স্থানীয় তৃণমূল সাংসদ শতাব্দী রায় ও তৃণমূল বিধায়ক বিকাশ রায়চৌধুরীকে। তবে সেই মিছিল মিটেছে শান্তুপূর্ণভাবেই।
সিউড়ির করিধ্যায় জাগরণ মঞ্চের পক্ষ থেকে রামনবমী উপলক্ষ্যে শোভাযাত্রায ও অস্ত্র মিছিল করা হয়। নগরী বাস স্ট্যান্ড থেকে তেঁতুলতলা মোড় পর্যন্ত মিছিলে হাঁটেন কয়েক হাজার মানুষ। সেই মিছিলে কয়েকজন যুবককে খেলনা বন্দুক হাতে নাচতে দেখা যায়। খবর পেয়ে সেখানে পৌঁছয় পুলিশ। যুবকদের কাছ থেকে খেলনা বন্দুকগুলি উদ্ধার করে নিয়ে যায় তারা।
পাশাপাশি সিউড়ি শহরের বিভিন্ন পাড়াতেও অস্ত্র হাতে নিয়ে মিছিলে অংশগ্রহণ করতে দেখা যায় রাম ভক্তদের। মিছিলে পা মেলান সিউড়ির ভূমিপুত্র বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ও।