রোজা রেখেও হিন্দু মহিলার জন্য রক্ত দিলেন নাসিম

Spread the love

আচমকাই বাংলা জুড়ে ডাক উঠেছে হিন্দু(Hindu) হিন্দু ভাই ভাই। কোথাও যেন অন্য সুর বাংলার বুকে। মন খারাপ লাগে অনেকের। এসবের মাঝেই এবার সেই চিরাচরিত সুর ধরা পড়ল বাংলায়। যে বাংলায় হিন্দু দিদির বিপদে পাশে দাঁড়ান মুসলিম যুবক। যে বাংলায় মুসলিম দাদার পাশে দাঁড়ান হিন্দু বোন। এটাই বাংলা। এই বাংলাকেই বছরের পর বছর দেখেছেন সাধারণ মানুষ।

নাসিম মালিতা। ২৭ বছর বয়সি মুসলিম যুবক। রোজা রেখেছেন তিনি। সেই অবস্থাতেই তিনি এক হিন্দু মহিলাকে রক্তদান করলেন। ওই মহিলা কিডনির সমস্যায় ভুগছেন। সেই ২০১৭-১৮ সাল থেকে তিনি অসুস্থ। মাঝেমাধ্য়েই তাঁর রক্তের প্রয়োজন হয়। সেরকমই রক্তের প্রয়োজন ছিল তাঁর। সেই সময় এগিয়ে এলেন নাসিম। খবর টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে।

টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, নাসিম একটি বেসরকারি জায়গায় কল্য়ানীতে রক্তদান করেছেন। ধর্মীয় ভেদাভেদকে ভুলে জয় হল মানবিকতার। আবার প্রমাণ হল, হিন্দু দিদি অসুস্থ হলে এগিয়ে আসেন নাসিমরা।

Kolkata: Muslims take juice to break their fast during iftar at Nakhoda Mosque amid Ramzan, in Kolkata, Monday, March 17, 2025. (PTI Photo) (PTI03_17_2025_000415B)

ওই প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, ওই মহিলা নদিয়ার মাজদিয়া এলাকার বাসিন্দা। কিডনি সংক্রান্ত সমস্যা ছিল তাঁর। সেকারণে তাঁকে রক্ত দিতে হত। রবিবার আচমকাই তাঁর রক্তের প্রয়োজন হয়। সেই সময় এমার্জেন্সি ব্লাড সার্ভিস অর্গানাইজেশন নাসিমের সঙ্গে যোগাযোগ করে। তিনি আসলে মুর্শিদাবাদের পলাশীর বাসিন্দা। কিন্তু পড়াশোনার জন্য় তিনি কল্যানীতে থাকেন।

রবিবার বিকালে তাঁকে অনুরোধ করা হয়েছিল। এরপর আর দুবার ভাবেননি তিনি। তিনি সঙ্গে সঙ্গে জানিয়ে দেন তিনি রাজি আছেন। নাসিম এরপরই রক্ত দিতে যান। তিনি ওই মহিলার পরিচয়, তাঁর ধর্ম কী এনিয়ে একেবারেই কোনও প্রশ্ন তোলেননি।

ওই মহিলার পুত্র সঞ্জু মাঝেমধ্য়েই রক্ত দেন। তিনি নাসিমকে চেনেন। সঞ্জুও ওই সংগঠনের মধ্য়ে রক্ত দেন। তিনিও রক্তদান করার সময় কখনওই গ্রহীতার ধর্ম সম্পর্কে জানতে চান না। নাসিমের প্রতি কৃতজ্ঞ সঞ্জু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *