BCCI Annual Player Contracts Controversy: ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) ২০২৪-২৫ মরশুমের জন্য সিনিয়র পুরুষ দলের ক্রিকেটারদের বার্ষিক প্লেয়ার কন্ট্র্যাক্ট ঘোষণা করেছে। এই চুক্তি ১ অক্টোবর, ২০২৪ থেকে ৩০ সেপ্টেম্বর, ২০২৫ পর্যন্ত চলবে। উল্লেখযোগ্যভাবে, শ্রেয়স আইয়ার এবং ইশান কিষান এবার যথাক্রমে গ্রেড বি এবং গ্রেড সি চুক্তি পেয়েছেন। গত বছর তারা কোনও কন্ট্র্যাক্ট পাননি। রঞ্জি ট্রফিতে না খেলার সিদ্ধান্তের কারণে বিসিসিআই তাদের নিয়ে অসন্তুষ্ট হয়েছিল বলে খবর পাওয়া গিয়েছিল।
বার্ষিক প্লেয়ার কন্ট্র্যাক্ট নিয়ে বিতর্ক
তবে এর মাঝে প্রশ্ন উঠছে কী করে সঞ্জু স্যামসন ও শ্রেয়স আইয়ার C গ্রেড ও B গ্রেড থাকেন এবং ঋষভ পন্ত পারফরমেন্স না করেও A গ্রেড-এ জায়গা পান। এছাড়াও টি টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদব যেখানে B গ্রেডে জায়গা পান সেখানে কী করে হার্দিক পান্ডিয়াকে A গ্রেডতে রাখা হয়। উঠছে একাধিক প্রশ্ন।
A+ গ্রেডে কোনও পরিবর্তন হয়নি। এই বিভাগে রয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রীত বুমরাহ এবং রবীন্দ্র জাদেজা। অস্ট্রেলিয়া সফরের সময় টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর আর অশ্বিন কোনও চুক্তি পাননি।
ভারতের টেস্ট উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পন্তকেকে গ্রেড বি থেকে উন্নীত করে গ্রেড এ-তে আনা হয়েছে। চার স্তরের এই চুক্তি ব্যবস্থায় মোট ৩৪ জন খেলোয়াড় আছেন—গ্রেড A+, A, B এবং C।
এছাড়াও নতুন করে চুক্তিতে অন্তর্ভুক্ত হয়েছেন সরফরজ খান, নীতীশ কুমার রেড্ডি, অভিষেক শর্মা, আকাশ দীপ, বরুণ চক্রবর্তী এবং হর্ষিত রানা। অন্যদিকে, সর্বশেষ চুক্তি তালিকায় স্থান পাননি, শার্দুল ঠাকুর, জিতেশ শর্মা, কে.এস. ভারত, এবং আবেশ খান।
চলুন সেই তালিকা দেখে নেওয়া যাক কোন কোন ক্রিকেটার গ্রেড-এ উন্নতি করেছেন এবং কোন কোন ক্রিকেটারের ক্ষতি হল।
উন্নতি করেছেন যেই ক্রিকেটাররা (Promoted):
ঋষভ পন্ত (গ্রেড B → গ্রেড A)
শ্রেয়স আইয়ার (কোনও চুক্তি ছিল না → গ্রেড B)
ইশান কিষান (কোনও চুক্তি ছিল না → গ্রেড C)
সরফরাজ খান (কোনও চুক্তি ছিল না → গ্রেড C)
নীতীশ কুমার রেড্ডি (কোনও চুক্তি ছিল না → গ্রেড C)
অভিষেক শর্মা (কোনও চুক্তি ছিল না → গ্রেড C)
আকাশ দীপ (কোনও চুক্তি ছিল না → গ্রেড C)
বরুণ চক্রবর্তী (কোনও চুক্তি ছিল না → গ্রেড C)
হর্ষিত রানা (কোনও চুক্তি ছিল না → গ্রেড C)
যেই ক্রিকেটারদের গ্রেডে অবনমন হয়েছে (Demoted):
শার্দুল ঠাকুর (গ্রেড C → চুক্তির বাইরে)
জিতেশ শর্মা (গ্রেড C → চুক্তির বাইরে)
কে.এস. ভারত (গ্রেড C → চুক্তির বাইরে)
আবেশ খান (গ্রেড C → চুক্তির বাইরে)
দেখে নিন BCCI সেন্ট্রাল কন্ট্র্যাক্টস ২০২৪-২৫:
পুরো চুক্তির তালিকা:
A+ গ্রেড:
রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রীত বুমরাহ, রবীন্দ্র জাদেজা
A গ্রেড:
মহম্মদ সিরাজ, কে এল রাহুল, শুভমন গিল, হার্দিক পান্ডিয়া, মহম্মদ শামি, ঋষভ পন্ত
B গ্রেড:
সূর্যকুমার যাদব, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, যশস্বী জসওয়াল, শ্রেয়স আইয়ার
C গ্রেড:
রিঙ্কু সিং, তিলক বর্মা, রুতুরাজ গায়কোয়াড়, শিবম দুবে, রবি বিষ্ণোই, ওয়াশিংটন সুন্দর, মুকেশ কুমার, সঞ্জু স্যামসন, আর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণা, রজত পতিদার, ধ্রুব জুরেল, সরফরাজ খান, নীতীশ কুমার রেড্ডি, ইশান কিষান, অভিষেক শর্মা, আকাশ দীপ, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা
চুক্তির ক্যাটাগরি ও বেতন:
Grade A+ – ৭ কোটি
Grade A – ৫ কোটি
Grade B – ৩ কোটি
Grade C – ১ কোটি